logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

আশ্বাস পেলেও সরকারকে চাপে রাখবে বিএনপি

নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও নির্বাচন প্রক্রিয়া শুরু করতে চাপ

অনলাইন ডেস্ক
  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৫
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের উদ্যোগের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার এই বক্তব্যে বিএনপি আশ্বস্ত হলেও, দলটি একাধিক কারণে সরকারের উপর চাপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বিএনপি মনে করছে, নির্বাচনের নির্ধারিত সময়সীমা সম্ভবত সরকারের পক্ষ থেকে লঙ্ঘিত হতে পারে, কারণ বিভিন্ন পক্ষের পক্ষ থেকে নির্বাচনের আয়োজনের ব্যাপারে নানা শঙ্কা উঠে আসছে। এ অবস্থায়, বিএনপি সরকারের কাছে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে এবং নির্বাচন প্রক্রিয়া শুরু করতে চাপ প্রয়োগ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।

দলটি সরকারের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে পূর্বঘোষিত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সভা-সমাবেশের কর্মসূচি পালন করতে চায়, যাতে জনগণের মধ্যে সরকারের নির্বাচনী প্রস্তুতির প্রতি সন্দেহ ও অনাস্থা তৈরি হয়। বিএনপি আশা করছে, এসব কর্মসূচির মাধ্যমে তারা সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়িয়ে নির্বাচনী প্রক্রিয়া ত্বরান্বিত করতে সক্ষম হবে।

এছাড়া, বিএনপি তাদের দাবির বিষয়ে সোচ্চার থাকতে চাইছে, যাতে এটা নিশ্চিত হয় যে, সরকার নির্ধারিত সময়েই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে এবং নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হলে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
“আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। জাতি হিসেবে আমরা সেই পরিচয়কে ধরে রাখতে চাই।”
জুলাই সনদ সই হবে ১৭ অক্টোবর
বিএনপির প্রার্থীরা অক্টোবরেই পাবেন ‘সবুজ সংকেত’
দেশে ৫০টি মিডিয়া থাকলে ৪০টিতেই প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস আলম
12