logo
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

রাজধানীর ১০ এলাকার বাতাস ভয়ানক দূষিত

অনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৮
এআই নির্মিতি ছবি

বিশ্বের বিভিন্ন শহরের মতো বাংলাদেশের রাজধানী ঢাকাও দিন দিন বায়ুদূষণের কবলে পড়ছে। দীর্ঘদিন ধরেই ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে। সোমবার সকালে ঢাকার বাতাসের আন্তর্জাতিক মানের বায়ু গুণমান সূচক (এআইকিউআই) অনুযায়ী, শহরের বাতাস জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টায় বায়ু মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার জানিয়েছে, ঢাকার বিভিন্ন এলাকায় বায়ু গুণমান সূচক (একিউআই) ৩০১ এর বেশি থাকায়, এসব এলাকার বাতাস ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। এর মধ্যে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় একিউআই স্কোর ছিল ১১২৭, যা অত্যন্ত ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করেছে।

এছাড়াও শান্তা ফোরাম (৭৮৯), কল্যাণপুর (৭০৪), পশ্চিম নাখালপাড়া সড়ক (৪৫০), মার্কিন দূতাবাস (৪৩১), সাভারের হেমায়েতপুর (৪০৪), পীরেরবাগ রেললাইন (৪০০), গুলশান লেক পার্ক (৩৮৫), মাদানি এভিনিউ (৩৫৭), এবং গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (৩৫৬) এলাকায় বাতাসের গুণমান ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল।

এমন পরিস্থিতিতে, আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ৩০১-এর উপরে হলে তা দুর্যোগপূর্ণ অবস্থায় হিসেব করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বায়ু মান শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভাল বলে বিবেচিত হয়, ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি এবং ১০১ থেকে ২০০ পর্যন্ত বায়ু অস্বাস্থ্যকর হিসেবে গণ্য হয়।

বিশ্বের অন্যান্য শহরের মধ্যে ভারতের কলকাতা (২৯২) এবং দিল্লি (২২৫), পাকিস্তানের লাহোর (২৫১), এবং সেনেগালের ডাকার (২১১) শহরগুলোও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এদিকে, ঢাকার বায়ু দূষণের কারণে স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষের জন্য এই বাতাস মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ঢাকায় দ্রুত বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
জুলাই অভ্যুত্থানে ৩ লাখ গুলি ছোড়ে পুলিশ, ঢাকায় ৯৫ হাজার রাউন্ড
পার্বত্য অঞ্চল নিয়ে ট্রাম্পকার্ড খেলছে ভারত
ভারত-বাংলাদেশ বাণিজ্যে অশুল্ক বাধায় ২০% খরচ বেড়েছে
বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত
12