ঢাকার বাতাস আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে

আজ (৪ ফেব্রুয়ারি, ২০২৫) ঢাকার বাতাস আবারও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা টানা তৃতীয় দিন শীর্ষ অবস্থানে রয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুর মান ২৪৮ রেকর্ড করা হয়েছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর নির্ধারিত সীমানার চেয়ে অনেক বেশি। এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়, যা শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যার সৃষ্টি করতে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য।
ঢাকার বায়ু মানের এ অবস্থায় বিশেষজ্ঞরা আবারও সতর্ক করেছেন, যে বায়ু দূষণের কারণে বিভিন্ন ধরনের শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদরোগ এবং দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যার আশঙ্কা তৈরি হচ্ছে। চিকিৎসকরা জানান, যারা বাইরে বেশি সময় কাটান, তাদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারি ও বেসরকারি উদ্যোগে বায়ু দূষণের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
গত রবিবার ও সোমবারেও ঢাকা বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ছিল। এই অবস্থায় বাংলাদেশের জনগণকে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে, বিশেষ করে যারা কাঁচা ও সস্তা নির্মাণ সামগ্রী ব্যবহার করেন অথবা গাড়ির ধোঁয়া ও শিল্পকারখানার ধোঁয়ার কারণে বায়ু দূষণ বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখছেন।
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ছাড়াও কিরগিজস্তানের রাজধানী বিশকেক (২৪৪ স্কোর) দ্বিতীয়, ইরাকের রাজধানী বাগদাদ (২৩৬ স্কোর) তৃতীয়, ভারতের দিল্লি (২১৮ স্কোর) চতুর্থ এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা (২১০ স্কোর) পঞ্চম অবস্থানে রয়েছে।
এই পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞরা বায়ু পরিশোধন ব্যবস্থা বাড়ানোর পাশাপাশি পরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনতে এবং বৃক্ষরোপণ উদ্যোগকে উৎসাহিত করার পরামর্শ দিয়েছেন।
মন্তব্য করুন