logo
  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

জেনিফার অ্যানিস্টন ও বারাক ওবামার প্রেমের গুঞ্জন: সংসার ভাঙার খবর কতটা সত্য?

অনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২৫, ১২:১৫
ছবি: সংগৃহীত

গত বছর যুক্তরাষ্ট্রভিত্তিক সেলিব্রিটি গসিপ ম্যাগাজিন ‘ইনটাচ’ প্রকাশ করেছিল কভার স্টোরি, শিরোনাম ছিল ‘দ্য ট্রুথ অ্যাবাউট জেন অ্যান্ড বারাক’, যেখানে দাবি করা হয়েছিল, “জেনিফার অ্যানিস্টন মিশেলের স্বামীর মনোযোগ কেড়ে বিশ্বাসঘাতকতা করেছে এবং তারা (জেনিফার-বারাক) পরস্পরের প্রতি মোহাচ্ছন্ন।”
এই খবর প্রকাশের পর তীব্র আলোচনার সৃষ্টি হয়েছিল। তবে পরে তা স্তিমিত হয়ে যায়, কিন্তু সম্প্রতি আবারও জেনিফার অ্যানিস্টন এবং বারাক ওবামার মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আর এই গুঞ্জন একেবারে অন্য মাত্রা পায় যখন কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট এবং সংবাদ সূত্র থেকে দাবি করা হয় যে, মিশেল ওবামার সঙ্গে বারাক ওবামার সংসার ভেঙে যাচ্ছে।

একটি এক্স (টুইটার) পোস্টে, মেলানি কিং নামে একজন ব্যবহারকারী দাবি করেছেন যে, জেনিফার অ্যানিস্টন তার বন্ধুর মাধ্যমে নিশ্চিত করেছেন যে, তিনি বারাক ওবামার সঙ্গে ডেটিং করছেন এবং মিশেল ওবামাকে ডিভোর্স দিচ্ছেন। এ পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং দ্রুত আলোচনার সৃষ্টি করেছে।

এছাড়া, ২০ জানুয়ারি, ২০২৫ তারিখে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠানে মিশেল ওবামা উপস্থিত না থাকাকে কিছু নেটিজেন বারাক ওবামার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত হিসেবে দেখছেন। তারা অনুমান করছেন, মিশেল ওবামা শপথ অনুষ্ঠানে যাননি কারণ তাদের দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না। তবে অন্য একদল বলছেন, মিশেলের ট্রাম্পের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের কারণে তিনি ওই অনুষ্ঠানে যাননি, যা একেবারে স্বাভাবিক ঘটনা।

তবে জেনিফার অ্যানিস্টন নিজের সম্পর্কে ওঠা এসব গুজবের বিষয়ে কখনোই সরাসরি কিছু বলেননি। ‘দ্য ব্রেক আপ’ সিনেমার এই অভিনেত্রী আগেও জানিয়েছিলেন, ‘ইনটাচ’ ম্যাগাজিনের গল্প একেবারেই মিথ্যা। এক সাক্ষাৎকারে তিনি মজা করে বলেছিলেন, এটা তো পাগলামি।

এদিকে, বারাক ওবামার সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যায়, তিনি মিশেল ওবামার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “শুভ জন্মদিন আমার ভালোবাসা, আমার জীবন মিশেল ওবামা। তোমার উষ্ণতা, বুদ্ধিমত্তা, হাস্যরস, লাবণ্যতা দিয়ে আমার প্রতিটি ঘর ভরিয়ে দিয়েছো।”
এটি স্পষ্ট করে, বারাক ও মিশেলের সম্পর্ক এখনও দৃঢ় এবং প্রেমের বন্ধন অটুট।

তবে সোশ্যাল মিডিয়ায় নানা গুজবের পরিপ্রেক্ষিতে, যা বারাক ও মিশেল ওবামার সম্পর্কে ওঠা গুজবগুলোকে ঠেকিয়ে রাখছে তা হলো, বারাক ও মিশেলের সম্পর্ক এখনও স্বাভাবিক। জেনিফার অ্যানিস্টনও এসব গুজবের বিরুদ্ধে মুখ খুলেছেন এবং জানিয়েছে, তিনি কখনোই বারাক ওবামার সাথে কোনো সম্পর্কের বিষয়টি গড়ে তোলেননি।
এতসব গুঞ্জনের মধ্যে, প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং মিশেল ওবামার ভালোবাসা এখনো তার পায়ের তলার জমি, যা কখনোই ভাঙতে চায় না।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
নিউ ইয়র্কের মেয়র প্রার্থী মামদানিকে সমর্থন জানালেন বারাক ওবামা
12