ইতিহাসে প্রথম বারের মত ৮০ হাজার ডলার স্পর্শ করল বিটকয়েনের দাম
নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে বেড়েই চলছে বিটকয়েনসহ অন্যান্য বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির দাম। রোববার বাইন্যান্স প্লাটফর্মে প্রকাশিত এক প্রতিবেদনে বিটকয়েনের রেট ৮০ হাজার ডলার ছাড়ানোর কথা বলা হয়েছে।
একই সাথে অল্টকয়েন ইথেরিয়ামের দামও ক্রমাগত বাড়ছে। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি বাজারের মোট আকার ২ দশমিক ৪৯ ট্রিলিয়ন ডলারের। ক্রিপ্টোকারেন্সির দুনিয়ায় ৬০ শতাংশের বেশি হিস্যা নিয়ে সবার আগে রয়েছে বিটকয়েন, ইথেরিয়ামের হিস্যার পরিমাণ ১২ শতাংশের বেশি।
বিটকয়েনের এ দাম বৃদ্ধিতে মার্কিন নির্বাচন একটি বড় প্রভাব রেখেছে কেনোনা নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও ভবিষ্যতে কারেন্সি মুদ্রার বিকল্প হিসেবে ক্রিপ্টোর প্রয়োজনীয়তার কথা বিভিন্ন সময়ে উল্লেখ করেছেন। এছাড়া নির্বাচনে ট্রাম্পের অন্যতম সঙ্গী ইলন মাস্ক প্রতিনিয়তই ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে যাচ্ছেন।
এদিকে ক্রিপ্টো বিশ্লেষকরা অদূর ভবিষ্যতে বিটকয়েনসহ সকল ক্রিপ্টোকারেন্সির দাম আরও বাড়তে পারে বলে নিজেদের মত দিয়েছেন।
বিটকয়েন হলো ব্লকচেইন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করা একটি ডিজিটাল মুদ্রা। ২০০৮ সালে সাতোশি নাকামোতো ছদ্মনাম ব্যবহার করে কেউ বা কোনো গোষ্ঠী সর্বপ্রথম বিটকয়েন প্রকাশ করেন যা ২০০৯ সালে প্রথম মাইনিং এর মাধ্যমে বাজারে ছাড়া হয়। বিটকয়েন দিয়ে প্রথম কোনো বাস্তব কেনাকাটা করা হয় ২০১০ সালের ২২ মে। সেদিন ফ্লোরিডার লাসজলো হানিয়েজ নামের এক ব্যক্তি ১০ হাজার বিটকয়েন দিয়ে দুটি পিৎজা কিনেছিলেন।
বিটকয়েনের এই ক্রমাগত মূল্যবৃদ্ধি ক্যাশ কারেন্সির বিকল্প হিসেবে ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা দিন দিন মানুষের কাছে বাড়িয়ে দিচ্ছে যা ভবিষ্যতে কারেন্সি দুনিয়ায় একটি বড় পরিবর্তনের ইঙ্গিত প্রদান করছে।
মন্তব্য করুন

