logo
  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

বিপিএলের সম্ভাব্য দলের তালিকায় নোয়াখালী

অনলাইন ডেস্ক
  ১২ অক্টোবর ২০২৫, ১৭:৩০

বিপিএলের সম্ভাব্য দলের তালিকায় যুক্ত হয়েছে নোয়াখালী। সারা দেশের ১০টি অঞ্চল থেকে ফ্র্যাঞ্চাইজি আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এসব অঞ্চলের মধ্যে বিভাগীয় শহরের পাশাপাশি রয়েছে কিছু জেলা শহরও, যার মধ্যে নোয়াখালী অন্যতম।

পূর্বে বিপিএলে অংশ নেওয়া অঞ্চলের ফ্র্যাঞ্চাইজিগুলোও নতুন করে আবেদন করতে পারবে। নোয়াখালীকে কেন্দ্র করে আলাদা ফ্র্যাঞ্চাইজি গঠনের দাবি দীর্ঘদিনের, যা স্থানীয় ক্রিকেটপ্রেমীদের কাছে এখন প্রাণের দাবি হয়ে উঠেছে। তবে শেষ পর্যন্ত এটি বাস্তবে রূপ নেবে কি না, তা সময়ই বলে দেবে।

এবারের তালিকায় নোয়াখালীর পাশাপাশি রয়েছে কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট। যদিও ১০ অঞ্চলের নাম থাকলেও সবগুলো থেকে দল পাওয়া নাও যেতে পারে। সর্বনিম্ন পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নির্বাচন করার পরিকল্পনা রয়েছে বিসিবির।

ফ্র্যাঞ্চাইজি নেওয়ার ক্ষেত্রে মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়েছে। নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বোর্ডের চুক্তি হবে পরবর্তী পাঁচটি আসরের জন্য—অর্থাৎ বিপিএলের ১২তম থেকে ১৬তম আসর পর্যন্ত।

দল নির্বাচনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা ও সুনামকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12