logo
  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

মেসির আবারও জোড়া গোল, মায়ামির জয়

অনলাইন ডেস্ক
  ১২ অক্টোবর ২০২৫, ১৭:০৯

বাংলাদেশ সময় গতকাল সকালে মায়ামির হার্ড রক স্টেডিয়ামের গ্যালারিতে বসে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করেন লিওনেল মেসি। জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির সিদ্ধান্তে বিশ্রামে ছিলেন তিনি। তবে আজ মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে বিশ্রাম মেলেনি তার।

আর্জেন্টিনার যুক্তরাষ্ট্র সফরের মাঝেই আটলান্টার বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেন মেসি। দলের ৪–০ গোলের জয়ে করেন দুটি গোল ও একটি অ্যাসিস্ট।

সাপোর্টার্স শিল্ড জয়ের আশা শেষ হয়ে গেলেও পূর্ণ শক্তির দল নিয়ে চেজ স্টেডিয়ামে নামে মায়ামি। শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখে খেলে দলটি। ৩৯ মিনিটে ডান প্রান্তে বল পেয়ে দুই ডিফেন্ডারকে পাশ কাটিয়ে অসাধারণ এক শটে প্রথম গোল করেন মেসি।

বিরতির পর ৫২ মিনিটে মেসির পাসে গোল করেন জর্দি আলবা। এই অ্যাসিস্টের মাধ্যমে মেসির ক্যারিয়ারে অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ায় ৩৯৬। এরপর ৬১ মিনিটে লুইস সুয়ারেজ বক্সের বাইরে থেকে দারুণ এক শটে তৃতীয় গোল করেন। ম্যাচের ৮৭ মিনিটে আলবার সহায়তায় নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন মেসি। এটি তার চলতি মৌসুমে এমএলএসের ২৬তম গোল, যা লিগে সর্বোচ্চ।

ম্যাচ শেষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় সম্প্রতি অবসর নেওয়া জর্দি আলবাকে। অনুষ্ঠানে প্রদর্শিত ভিডিও দেখে আবেগাপ্লুত আলবা বলেন, “আমার ক্যারিয়ারটা দারুণ কেটেছে, সেরা দলগুলোর হয়েই খেলেছি। এই ভিডিওতেও সেটাই ফুটে উঠেছে।”

তিনি আরও বলেন, “ক্লাবের এই উদ্যোগ সত্যিই বিশেষ ছিল। বিভিন্ন ক্লাবের কোচদের দেখতে পেয়েছি যাদের অধীনে খেলেছি। এটি ছিল এক অনন্য অনুভূতি। এখন নাশভিলের বিপক্ষে শেষ ম্যাচের অপেক্ষা করছি, তারপর প্লে-অফে জয়ের লক্ষ্য।”

এমএলএসের নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে ১৯ অক্টোবর নাশভিলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12