ঢাবির অসচ্ছল শিক্ষার্থী ও গবেষণায় এক হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও আন্তর্জাতিক মানের গবেষণাকে উৎসাহিত করতে এক হাজার কোটি টাকার দুটি অনুদান তহবিল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে গঠিত প্রস্তাবনা কমিটি এই প্রস্তাব নবম পে-কমিশনের কাছে উপস্থাপন করেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
প্রস্তাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাসিক বৃত্তি, গবেষণা অনুদান এবং উন্নত দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন খাতে আনুপাতিক অনুদান বাড়ানোর পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের যৌক্তিক বেতন-ভাতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
গবেষণার মানোন্নয়নে প্রস্তাবনায় বলা হয়েছে, প্রভাষকদের জন্য ২ লাখ টাকা, সহকারী অধ্যাপকদের জন্য ৩ লাখ, সহযোগী অধ্যাপকদের জন্য ৫ লাখ এবং অধ্যাপকদের জন্য ১০ লাখ টাকা করে গবেষণা অনুদান দেওয়া হবে। তবে নির্ধারিত সময়ে গবেষণাপত্র প্রকাশ না হলে গৃহীত অগ্রিম অর্থ ফেরত দিতে হবে।
প্রস্তাবনা কমিটির মতে, প্রস্তাবিত তহবিল বাস্তবায়িত হলে দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। এতে মেধাবীদের বিশ্ববিদ্যালয়মুখী করা সহজ হবে এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এটি সহায়ক ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে প্রস্তাবনা কমিটির আহ্বায়ক ও কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সদস্য সচিব ড. শাফি মো. মোস্তফা এবং কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


