logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে করণীয় নির্ধারণের নির্দেশ

অনলাইন ডেস্ক
  ১০ জুলাই ২০২৫, ০৯:২৮
সংগ্রহীত

ভোটের দিন যেন ইন্টারনেট সংযোগ বন্ধ না রাখা হয়, সে জন্য প্রয়োজনীয় করণীয় নির্ধারণের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) ১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আইজিপি, কোস্টগার্ডের ডিজি, আনসারের ডিজিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, “আগে দেখা গেছে, ভোটের দিন ইন্টারনেট বন্ধ রাখা হতো। কিন্তু এবার যেন তা না হয়—সেই লক্ষ্যে করণীয় ঠিক করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।”

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনের আগে প্রশাসনে রদবদলের নির্দেশনাও দেওয়া হয়েছে। তিনি বলেন, “ডিসি, এসপি, ওসি ও ইউএনওদের রিশাফল করা হবে। এই রিশাফল র‍্যান্ডম পদ্ধতিতে সম্পন্ন হবে।”

প্রেস সচিব আরও জানান, সব ধরনের প্রশাসনিক ও কাঠামোগত সংস্কার এবং প্রস্তুতি সম্পন্ন হলে আগামী রমজানের আগেই ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

উল্লেখ্য, গত কয়েকটি জাতীয় নির্বাচনে ভোটের দিন ইন্টারনেট আংশিক বা পুরোপুরি বন্ধ রাখার নজির রয়েছে, যা বিভিন্ন মহলে সমালোচনার জন্ম দিয়েছিল। এবার সেই প্রবণতা থেকে সরে এসে স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর নির্বাচনের দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে অন্তর্বর্তী সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12