logo
  • সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী দেখানোর অপচেষ্টা করছে

অনলাইন ডেস্ক
  ০৬ জুলাই ২০২৫, ১৪:৩৪
সংগ্রহীত

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার উদ্যোগকে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে—এমনটি জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে চিত্রিত করার অপচেষ্টা চালাচ্ছে।’

রোববার (৬ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপি অত্যন্ত গঠনমূলক ও অংশগ্রহণমূলক ভূমিকা পালন করছে। কিন্তু একটি চক্র চায়, বিএনপিকে সংস্কারের বিরুদ্ধে দাঁড় করাতে। এমন অপচেষ্টা সফল হবে না।’

তিনি বলেন, ‘৬টি সংস্কার কমিশনের প্রায় প্রতিটি কমিশনের প্রস্তাব নিয়েই বিএনপি যুক্তিনির্ভর আলোচনা করেছে এবং অধিকাংশ সুপারিশে একমত হয়েছে। আমরা চাই বাস্তবভিত্তিক, গ্রহণযোগ্য ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে—এমন সংস্কার হোক।’

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল একে একে তুলে ধরেন—

দুদক সংস্কার কমিশন: ৪৭টির মধ্যে ৪৬টিতে বিএনপি একমত, কেবল ২৯ নম্বর সুপারিশে আদালতের অনুমতির বিষয়টিতে ভিন্নমত।
জনপ্রশাসন সংস্কার কমিশন: ২০৮টি প্রস্তাবের মধ্যে ১৮৭টিতে পূর্ণ সম্মতি, ৫টিতে আংশিক একমত, মাত্র ১১টিতে ভিন্নমত।
বিচার বিভাগীয় সংস্কার কমিশন: ৮৯টির মধ্যে ৬২টিতে একমত, ৯টিতে আংশিক সম্মতি, ১৮টিতে যুক্তিসংগত পরামর্শসহ ভিন্নমত।
নির্বাচনী ব্যবস্থা সংস্কার: ২৪৩ প্রস্তাবের মধ্যে ১৪১টিতে একমত, ১৪টিতে আংশিক সম্মতি, ৬৪টিতে আংশিক বা পূর্ণ ভিন্নমত।
সংবিধান সংস্কার: ১৩১ প্রস্তাবের মধ্যে বেশিরভাগেই একমত, এমনকি ৭০ অনুচ্ছেদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণে ছাড় দিয়েছে বিএনপি।

তিনি আরও বলেন, ‘আমরা বিরোধী দলকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়ার ব্যাপারেও একমত হয়েছি। রাষ্ট্রপতির ক্ষমতা সংশোধন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, ন্যায়পাল আইন যুগোপযোগীকরণসহ সংবিধানের নানা অনুচ্ছেদ সংস্কারেও সম্মতি দিয়েছি।’

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘নতুন নতুন প্রস্তাব দিয়ে বারবার আলোচনা পেছানো হচ্ছে। সংস্কারের নামে যদি সংসদ ও সরকারকে অকার্যকর করার চেষ্টা হয়, তা জনগণের প্রত্যাশার পরিপন্থী। আর সেটি প্রতিহত করাও আমাদের দায়িত্ব।’

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে বিএনপি আজ আরও শক্তিশালী ও সংগঠিত হয়েছে। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। রাষ্ট্র পরিচালনায় কোনো চক্রান্তে বিএনপি জড়িত নয় বরং গঠনমূলক পরিবর্তনের পক্ষে কাজ করছে।’

শেষে মির্জা ফখরুল বলেন, ‘জনগণের রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে গঠিত এই দেশের ভবিষ্যৎ গড়তে বিএনপি দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে চায়। সেই ঐতিহাসিক দায়িত্ব পালনেই আমরা নিয়োজিত।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12