logo
  • সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

আশুরার রাতে দেখা গেল আয়াতুল্লাহ খামেনিকে

অনলাইন ডেস্ক
  ০৬ জুলাই ২০২৫, ১৫:২৪
সংগ্রহীত


ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শনিবার রাতে তেহরানের ইমাম খোমেনি হোসাইনিয়ায় আশুরা উপলক্ষে আয়োজিত শোকানুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

শোকানুষ্ঠানে ইরানের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ছাড়াও দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার, বিচার বিভাগের প্রধান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট।

অনুষ্ঠানে আশুরার শিক্ষা এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি, বিশেষ করে ফিলিস্তিনে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন প্রসঙ্গে বক্তব্য রাখেন হোজাতুল ইসলাম মাসউদ আলি। তিনি বলেন, “কারবালার শহীদ ইমাম হোসাইনের (আ.) আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে ইরান কখনোই অন্যায়ের সামনে নতি স্বীকার করবে না।”

তিনি আরও বলেন, “আশুরার শিক্ষা থেকেই ইরানি জাতি ‘অপমান কখনো নয়’—এই মূলনীতি গ্রহণ করেছে। ইরান বিশ্বজুড়ে মিথ্যা ও জুলুমের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে।”

শোকানুষ্ঠানে আয়াতুল্লাহ খামেনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও, খ্যাতিমান শোকসংগীত শিল্পী মাহমুদ কারিমিকে কাছে ডেকে নিয়ে কানে কানে কিছু বলেন। পরে কারিমি জানান, আয়াতুল্লাহ খামেনি তাকে একটি বিশেষ চরণ পাঠ করতে বলেন—
“তুমি থাকবে আমার আত্মা ও হৃদয়ে, হে স্বদেশ…”

এদিকে, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় আয়াতুল্লাহ খামেনির উপস্থিতিতে আশুরার শোকানুষ্ঠানে অংশগ্রহণ করতে পারায় আনন্দ প্রকাশ করেন। তিনি কারবালার বীর হযরত আবুল ফজল আলামদারের কাছে আয়াতুল্লাহ খামেনির সুস্থতা ও নিরাপত্তার জন্য দোয়া করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12