logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠিপেটা, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা

অনলাইন ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০১
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ওপর লাঠিপেটা করেছে পুলিশ। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছিলেন। আন্দোলনকারীরা প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান করতে চাইলে পুলিশ তাদের প্রেস ক্লাবে ফেরত পাঠায়।

পুলিশ জানিয়েছে, বিগত সরকারের সময় চাকরি হারানো বেশ কিছু পুলিশ সদস্য চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের গেটের সামনে এসেছিল। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর সচিবালয়ের দক্ষিণ গেটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

চাকরিচ্যুত পুলিশ সদস্য ইমরান বলেন, "আমরা অন্যায়ভাবে বিগত সরকারের আমলে চাকরি হারিয়েছি। আমরা এই সরকারের কাছে চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি, কিন্তু আমাদের কেন ধরে নিয়ে যাচ্ছে, আমরা জানি না।"

শাহবাগ থানার ইন্সপেক্টর অপারেশন মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, "ঘটনাস্থলে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। আটকের বিষয়ে পরবর্তী সময় জানানো হবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ ঘোষণা
পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টিতে ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা ইন্ধন দিয়েছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা
এসএসএফকে দলমতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে : প্রধান উপদেষ্টা
সচিবালয়ে আবারও কর্মচারীদের বিক্ষোভ
12