logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

জানুয়ারিতে ১৫ হাজার বিদেশি বাংলাদেশ ছেড়েছে সরকারের পদক্ষেপে সীমিত সফলতা

অনলাইন ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১২
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বর্তমানে ৫০ হাজার অবৈধ বিদেশি নাগরিক বসবাস করছেন, যাদের মধ্যে ৩৩ হাজার ৬৪৮ জন অবৈধভাবে অবস্থান করছেন। এই অবৈধ বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে, তবে এখনো উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি বাংলাদেশে অবস্থান করছেন। গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ১৫ হাজার ৬১৮ জন বিদেশি বাংলাদেশ ছেড়েছেন, যা সরকারের নির্দেশনা অনুযায়ী সীমিত সফলতা দেখিয়েছে।

এছাড়া, বাংলাদেশ সরকার এই পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১১ সদস্যের একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে, যার মাধ্যমে অবৈধ বিদেশিদের শনাক্ত করে দ্রুতভাবে দেশে ফিরিয়ে আনা হবে। টাস্কফোর্সের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন), এবং সদস্যসচিব হিসেবে বহিরাগমন-২ অধিশাখার যুগ্ম সচিব কাজ করবেন।

সরকারের লক্ষ্য হচ্ছে অবৈধ বিদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে এনে জননিরাপত্তা নিশ্চিত করা এবং কোনোভাবেই দেশের আইন শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত না হওয়ার ব্যবস্থা গ্রহণ করা।

জাগতিক /এস আই


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা
“আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। জাতি হিসেবে আমরা সেই পরিচয়কে ধরে রাখতে চাই।”
পাঁচ দফা দাবিতে ঢাকাজুড়ে মানববন্ধনের ঘোষণা দিল জামায়াত ও চরমোনাই পীর
সংবিধানের চার মূলনীতি বাদ না দেওয়ার আহ্বান বাসদের
12