দেব–রুক্ষ্মিণীর সম্পর্কে ভাঙনের গুঞ্জন, নায়িকার রহস্যময় উত্তর

টালিউডের জনপ্রিয় জুটি দেব ও রুক্ষ্মিণী মৈত্র এক দশকেরও বেশি সময় ধরে প্রেম করছেন। তাঁদের সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা ছিল না—বিনোদনপাড়ায় এই প্রেম একপ্রকার “ওপেন সিক্রেট”। তবে সম্প্রতি তাঁদের সম্পর্ক ভাঙনের গুঞ্জন উঠেছে।
দুজনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে দেবের গুরুত্বপূর্ণ কোনো ইভেন্টেই দেখা যাচ্ছে না রুক্ষ্মিণীকে। নায়কের ফিল্মি ক্যারিয়ারের ২০ বছর পূর্তির বিশেষ উদ্যাপনে কিংবা দেব অভিনীত ও প্রযোজিত আলোচিত ছবি ‘রঘু ডাকাত’-এর স্ক্রিনিংয়েও অনুপস্থিত ছিলেন তিনি। এই অনুপস্থিতিই নেটিজেনদের কৌতূহল বাড়িয়েছে, অনেকেই ধরছেন—তাঁদের সম্পর্কে হয়তো ফাটল ধরেছে।
সম্প্রতি কালীপূজার উদ্বোধনে যোগ দিতে মুম্বাই থেকে সংক্ষিপ্ত সফরে কলকাতায় আসেন রুক্ষ্মিণী। তখন সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান, কেন দেবের পাশে তাঁকে দেখা যাচ্ছে না। উত্তরে অভিনেত্রী বলেন, “কাজের জন্য বাইরে আছি। বিশেষ এক কাজেই এক দিনের জন্য এসেছি। আবার চলে যেতে হবে দিল্লি—আমার ভাইঝি আমাইরার জন্মদিন আছে।”
তবে দেবের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ সরাসরি এলে রহস্যময়ভাবে হেসে রুক্ষ্মিণী বলেন, “একটাই কথা বলব—আমাকে খুঁজতে থাকো।”
তাঁর এই সংক্ষিপ্ত উত্তরই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে টালিউডে। ভক্তরা এখন অপেক্ষা করছেন—দেব ও রুক্ষ্মিণী নিজেরা কবে মুখ খুলবেন এই গুঞ্জন নিয়ে।
মন্তব্য করুন