logo
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

৩০ সেকেন্ডের ভিডিও বানাতেই আ.লীগ মিছিল করে: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
  ২৩ অক্টোবর ২০২৫, ১৮:১২

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সাম্প্রতিক মিছিল-সমাবেশ নিয়ে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, “এখন আওয়ামী লীগের বেশিরভাগ কর্মসূচিই আসলে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক—মাত্র ৩০ সেকেন্ডের ভিডিও বানাতেই তারা মিছিল করে।”

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডিএমপি ও জাইকার যৌথ উদ্যোগে আয়োজিত ‘রোড সেফটি সেমিনার’ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, “অনেকে নাইট কোচে এসে অল্প সময়ের জন্য ব্যানার দেখিয়ে ভিডিও করে ফেসবুকে দেয়। দেখে মনে হয় বড় মিছিল হলো, কিন্তু বাস্তবে তেমন কিছু না। সোশ্যাল মিডিয়ার প্রভাব অস্বীকার করা যায় না, তবে এতে আতঙ্কিত হওয়ারও কিছু নেই।”

তিনি আরও বলেন, “গত ১৭ বছরে বড় ধরনের অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। এখনকার প্রায় অর্ধেক পুলিশ সদস্য এ সময়েই নিয়োগ পেয়েছেন—যাদের অনেকেই কখনো ভোট দেননি, নির্বাচনের অভিজ্ঞতাও নেই।”

আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে সাজ্জাত আলী জানান, সারাদেশে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ চলছে। “আমরা অফিসারদের বলেছি, শতভাগ নিরপেক্ষ থাকতে হবে। নির্বাচনের সময় দায়িত্ব পালনে কোনো গাফিলতি করা যাবে না,” বলেন তিনি।

নির্বাচনকে ঘিরে সম্ভাব্য পরিস্থিতি প্রসঙ্গে কমিশনার বলেন, “দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি এবার অংশ নিতে পারছে না, তাই তারা হয়তো পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে। তবে আমরা সতর্ক আছি—কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হতে দেব না।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “নভেম্বরের শেষ দিকে একটি সুন্দর, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ তৈরি হবে। জনগণ ভোট দিতে চায়, এমনকি ৩৫–৪০ বছর বয়সী অনেকেই জীবনে প্রথমবার ভোট দিতে পারবেন—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”

শেষে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, “আমাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য। শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনেই আমরা কাজ করছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আ.লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই
বন্ধু সেজে আ.লীগ হিন্দু সম্প্রদায়ের ক্ষতি করেছে
রাজশাহীর পুঠিয়ায় আ.লীগ নেত্রীকে না পেয়ে স্বামীকে গ্রেফতার
টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণ নিয়ে পুলিশের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা
12