logo
  • শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ম্যাথিউস কুনহার শাস্তির মাত্রা বাড়াল,তিন ম্যাচ নিষেধাজ্ঞা ও ৫০ হাজার পাউন্ড জরিমানা

অনলাইন ডেস্ক
  ২২ মার্চ ২০২৫, ১০:৩৭
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল তারকা ম্যাথিউস কুনহা, যিনি বর্তমানে ব্রাজিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিচ্ছেন, শাস্তির কবলে পড়েছেন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)-এর কাছে। ১ মার্চ এফএ কাপের ম্যাচে উলভারহ্যাম্পটনের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এক গোল করার পর অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে প্রতিপক্ষের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে লাল কার্ড পান। কুনহার সেই আচরণে এফএ আরও শাস্তি দিয়েছে তাকে, যা তার দলের পরবর্তী তিন ম্যাচে তাকে মাঠে নামতে দেবে না।

এফএ এরই মধ্যে কুনহাকে তিন ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ৫০ হাজার পাউন্ড জরিমানা করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮ লাখ টাকারও বেশি। এফএ এক বিবৃতিতে জানায়, “কুনহা ১৩ এপ্রিল রবিবার পর্যন্ত ঘরোয়া ফুটবলে নিষিদ্ধ থাকবেন।"

প্রথম নিষেধাজ্ঞার আগে, ডিসেম্বরে, তিনি ইপচউইচ টাউনের বিপক্ষে লড়াই ও বিতর্কের কারণে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান। বর্তমানে, উলভারহ্যাম্পটন প্রিমিয়ার লিগে ১৭ নম্বরে অবস্থান করছে, যা তাদের রেলিগেশনের শঙ্কায় ফেলেছে।

এদিকে, ব্রাজিল জাতীয় দলের সাথে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেয়ার জন্য কুনহা বর্তমানে আন্তর্জাতিক মঞ্চে খেলছেন। উলভার তার সাথে সাড়ে বছরের একটি নতুন চুক্তি করেছে এবং এই তারকা ফরোয়ার্ড বর্তমানে দারুণ ফর্মে আছেন, চলতি মৌসুমে ২৯ ম্যাচে ১৫ গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন।

উলভারের পরবর্তী তিন ম্যাচে, এভারটন (৮ মার্চ), সাউদ্যাম্পটন (১৫ মার্চ) ও ওয়েস্ট হামের (১ এপ্রিল) বিপক্ষে কুনহা দলের সাথে থাকবেন না।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
রেকর্ড পারিশ্রমিকে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি।
ব্রাজিল কোচিংয়ের জন্য আনচেলত্তিকে প্রস্তাব, রিয়াল মাদ্রিদে থাকতে চান ইতালিয়ান কোচ
আর্জেন্টিনার কাছে নাকানিচুবানি খাওয়ায় ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক
আর্জেন্টিনার গোলবন্যায় ব্রাজিলকে বিধ্বস্ত করে বিশাল জয়!
12