আর্জেন্টিনার গোলবন্যায় ব্রাজিলকে বিধ্বস্ত করে বিশাল জয়!

বুয়েনস আইরেসের মনুমেন্টালে বৃহস্পতিবার সকালে ব্রাজিলকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিল আর্জেন্টিনা। এই ম্যাচে লিওনেল মেসি না থাকলেও আর্জেন্টিনা স্কালোনির শিষ্যরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি জিতেছে।
এই ম্যাচের আগেই আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট পেয়ে যায়। মঙ্গলবার রাত ২টায় উরুগুয়ে-বলিভিয়া ম্যাচে বলিভিয়া উরুগুয়েকে হারাতে না পারায় আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে।
ম্যাচের প্রথম ২০ মিনিটের মধ্যেই আর্জেন্টিনা ব্রাজিলকে দুই গোল উপহার দেয়। এরপর ২৬ মিনিটে আর্জেন্টিনা রক্ষণের ভুলের কারণে ব্রাজিল একটি গোল পরিশোধ করে। তবে ৩৭ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোল আর্জেন্টিনার পক্ষে ব্যবধান ৩-১ করে দেয়।
বিরতির পর ব্রাজিল কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামে, তবে তা কোনো কাজের হয়নি। আর্জেন্টিনার ফরোয়ার্ডদের তোপে ব্রাজিলের রক্ষণভাগ ছিন্নভিন্ন হয়ে যায়। ৭১ মিনিটে বদলি নামা জুলিয়ানো সিমিওন আর্জেন্টিনার পক্ষে গোল করলে ব্যবধান ৪-১ হয়ে যায়।
শেষ পর্যন্ত ৪-১ গোলের জয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা, এবং বিশ্বকাপে তাদের জায়গা আরও এক ধাপ এগিয়ে নিল।
মন্তব্য করুন