আর্জেন্টিনার কাছে নাকানিচুবানি খাওয়ায় ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর ব্রাজিল অধিনায়ক মার্কিনিয়োস ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। বুয়েন্স আইরেসের এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার সামনে ব্রাজিলের খেলা ছিল অত্যন্ত দুর্বল। বল দখল, গোলের শট, কিংবা আক্রমণ—সব বিভাগেই পিছিয়ে ছিল সেলেসাওরা।
২০১২ সালের পর প্রথমবারের মতো আর্জেন্টিনার কাছে এমন বড় ব্যবধানে হারের মুখোমুখি হওয়া ব্রাজিলের জন্য ছিল অস্বস্তিকর। এপর্যন্ত, বিশ্বকাপ বাছাইয়ের শেষ ৪ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে ব্রাজিল।
ম্যাচের পর মার্কিনিয়োস বলেছেন, “এখানে যা করেছি, সেটা আবার হতে চাই না। এটা আমাদের জন্য ভীষণ বিব্রতকর।” তিনি আরও জানান, “আমরা খুব বাজেভাবে শুরু করেছি, আমাদের যে পারফরম্যান্স করা উচিত ছিল, তার চেয়ে অনেক নীচে ছিল।”
এদিকে, কোচ দরিভাল জুনিয়রের অধীনে ২০২৪ সাল থেকে ব্রাজিলের পারফরম্যান্সও অনুকূল নয়, তার অধীনে ব্রাজিল ১৬ ম্যাচে ৭টি জয় পেয়েছে। ব্রাজিলের সামনে এখন কঠিন পথ।
মন্তব্য করুন