logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

নোয়াখালী বিভাগের দাবিতে বেগমগঞ্জে বিক্ষোভ, ব্লকেড ও মানববন্ধন

অনলাইন ডেস্ক
  ০৮ অক্টোবর ২০২৫, ১৭:৩৯

নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ হিসেবে প্রতিষ্ঠার দাবিতে একযোগিতায় আন্দোলন অব্যাহত রেখেছে জেলার বাসিন্দারা। বুধবার বেগমগঞ্জে চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত স্থানীয় জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির আওতায় বেগমগঞ্জ উপজেলা থেকে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ একত্রিত হয়ে চৌরাস্তা এলাকায় জড়ো হন এবং ‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগান দেন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সড়ক ব্লকেড করার কথা থাকলেও, জনদুর্ভোগের চিন্তা করে তা পরিবর্তন করে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে, কর্মসূচির শেষের দিকে উপস্থিত ছাত্র–জনতা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি স্কয়ার ঘিরে ১০ মিনিটের জন্য ব্লকেড কর্মসূচি পালন করেন। এর ফলে বেশ কিছুক্ষণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ ও সমাবেশে অংশগ্রহণকারীরা ‘নোয়াখালী বিভাগ চাই’ স্লোগানে শোভিত অসংখ্য ব্যানার–ফেস্টুন বহন করেন। বক্তারা বলেন, নোয়াখালী বিভাগ একটি বৃহৎ জনদাবিতে পরিণত হয়েছে এবং নোয়াখালীকে কুমিল্লার সঙ্গে একত্রিত করার ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেয়া হবে না।
বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাশ, চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন (হারুন), হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক সাইফুর রহমান এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান।
বক্তারা আরও বলেন, নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠা এখন গণদাবি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং কুমিল্লার সঙ্গে একত্রিত হওয়ার পরিকল্পনা নোয়াখালীর মানুষ কখনো মেনে নেবে না। তারা পরিষ্কারভাবে জানান, নতুন বিভাগ নোয়াখালীকেই দিয়ে প্রতিষ্ঠিত হতে হবে, অন্যথায় কঠোর আন্দোলন করা হবে।
এই কর্মসূচির মাধ্যমে নোয়াখালী বিভাগের দাবিকে আরও উচ্চকিত করে তোলা এবং জনসম্পৃক্ত আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সকলকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12