নতুন বাংলাদেশ দিবস’ বাতিল,

আট আগস্ট ঘোষিত ‘নতুন বাংলাদেশ দিবস’ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেছেন।
শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদ বৈঠকে ৮ আগস্টের পরিবর্তে ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ এবং ৫ আগস্টকে ‘গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছিল সরকার। ওই সময় একটি সরকারি পরিপত্রে দিনটিকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে চিহ্নিত করে সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে যথাযথ মর্যাদায় পালনের অনুরোধ জানানো হয়।
তবে সিদ্ধান্ত কার্যকরের কয়েকদিনের মধ্যেই বিতর্ক ও মতবিরোধ তৈরি হওয়ায় সরকার দিবসটি বাতিলের সিদ্ধান্ত নেয় বলে ধারণা করা হচ্ছে।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল, আলোচনাসভা এবং ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবসে দেশের বিভিন্নস্থানে কর্মসূচি পালন করা হবে। এসব দিবসের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও মূল্যবোধকে জনগণের মাঝে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েছে অন্তর্বর্তী সরকার।
মন্তব্য করুন