logo
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

বিএনপি ভোট কারচুপির পথে হাঁটবে না : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

  ১৮ জুন ২০২৫, ১৮:৫৫
ছবি : সংগৃহীত

বিএনপি ভোট কারচুপির পথে হাঁটবে না, বরং বিনয়ের সঙ্গে জনগণের ভোট চাইবে—এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৮ জুন, বুধবার ঢাকার উত্তরায় বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আওয়ামী লীগের সময় জনগণ ভোটকেন্দ্রে পৌঁছানোর আগেই তাদের ভোট হয়ে যেত। বিএনপি সেই পথে নয়, বরং সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চায়।”

তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “জনগণের অধিকার কেড়ে নিয়ে নয়, বরং বিনয়ের সঙ্গে ভোট চাইতে হবে—এটাই আমাদের নীতি।”

সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ এনে ফখরুল বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ প্রশাসন ও নির্বাচন ব্যবস্থাকে এককভাবে ব্যবহার করেছে। আমরা সে পথে যাব না। জনগণের অধিকার ও রাষ্ট্রীয় নিরপেক্ষতা রক্ষাই হবে আমাদের অঙ্গীকার।”

লন্ডনে তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের বৈঠককে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে তিনি বলেন, “তারেক রহমান দেশের বৃহত্তর স্বার্থে ডিসেম্বর থেকে এপ্রিল—নির্বাচনের সময় পরিবর্তনে সম্মত হয়েছেন। এটি একজন দূরদর্শী নেতার সিদ্ধান্ত।”

জামায়াতের ঐকমত্য বৈঠকে তাদের অনুপস্থিতির প্রসঙ্গে ফখরুল বলেন, “অনেকেই এখনও মানসিকভাবে প্রস্তুত নন, সে কারণেই তারা আসেননি।”

তরুণ নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “আমাদের বয়স হয়েছে। নেতৃত্বে এখন তরুণদের জায়গা করে দিতে হবে। প্রতিযোগিতার মধ্য দিয়ে শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে হবে।”

সদস্য নবায়ন কার্যক্রমে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “এই কর্মসূচিতে কোনো আওয়ামী লীগার যেন ঢুকে না পড়ে। তারা কেবল নিজেদের স্বার্থই দেখে। তবে নিরপেক্ষ কেউ থাকলে তাকে দলে আহ্বান জানানো হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

জাগতিক/জাহিদ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
জাতীয় নির্বাচন ঘিরে আওয়ামী লীগের নেতা–কর্মীরা দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগে টেলিগ্রাম ও বোটিম অ্যাপ ব্যবহার করছেন
তারেক রহমান এখন আরও পরিপক্ব ও যোগ্য নেতা
একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী দেখানোর অপচেষ্টা করছে
পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা কতটা উপযোগী, ভাবার অনুরোধ তারেক রহমানের
12