logo
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

তারেক রহমান এখন আরও পরিপক্ব ও যোগ্য নেতা

অনলাইন ডেস্ক
  ১০ জুলাই ২০২৫, ০৭:৩০
সংগ্রহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘তারেক রহমান এখন আগের চেয়ে অনেক বেশি পরিবর্তিত ও যোগ্য নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ১৫ বছর আগের তারেক রহমান এবং বর্তমানের তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে।'

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মান্না এসব কথা বলেন।

তিনি বলেন, ‘১৫ বছর আগে তার বক্তব্য শুনেছি, তাকে দেখেছি। এখন আমি তাকে অনেক বেশি পরিপক্ব ও যোগ্য মনে করি। এই পরিবর্তন আমাকে আশাবাদী করে তোলে। এ কথা শুনে হয়তো কোনো দল বলবে, আমার কোনো ধান্দা আছে। কিন্তু আমার কোনো স্বার্থ নেই। আমি দল থেকে চলে গেছি, নিজে নতুন দল গঠন করেছি। সরকারি দলে যাওয়ার সুযোগ থাকলেও যাইনি।’

তারেক রহমানের পরিবর্তনের প্রসঙ্গে মান্না বলেন, ‘তার মধ্যে এখন নম্রতা এসেছে, তবে তিনি কঠোর সিদ্ধান্তও নিতে পারেন, এটা দলের জন্য প্রয়োজন। লিডার হতে হলে এমনই হওয়া উচিত– যার ভেতরটা স্বচ্ছ, আবার প্রয়োজনে কঠোরতা দেখাতে পারে।’

বিএনপির সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘আমি বিএনপি করি না। তবে বিএনপির জেতার সম্ভবনা অনেক। আমি চাই বিএনপি ২০০ আসন পেয়ে সংসদ যাক এবং বাকি ১০০ আসন অন্য দলগুলোকে ছেড়ে দেক। এতে গণতান্ত্রিক ভারসাম্য রক্ষা পাবে।

মান্না আরও বলেন, ‘বাংলাদেশকে বদলে দিতে হলে নিজেদেরও বদলাতে হবে। বিএনপিতে অনেক মেধাবী মানুষ আছে। তারেক রহমান যদি দলের নেতা হন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হন, তাহলে তাকে বুঝতে হবে—তিনি কি একক কর্তৃত্বে যাবেন, নাকি সম্মিলিত নেতৃত্বে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12