logo
  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

দ্রব্যমূল্য ও বৈষম্য নিয়ে প্রধান উপদেষ্টার সমালোচনা করলেন মাহমুদুর রহমান মান্না

অনলাইন ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৩০
ছবি: সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কড়া প্রশ্ন রেখে বলেছেন, "কোন যুক্তিতে আপনি টিসিবির ট্রাকের পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছেন? এক কোটি পরিবারকে যদি কার্ড দেওয়া হয়, তবে ৪৪ লাখ কার্ড কোন যুক্তিতে বন্ধ করেছেন?"

মঙ্গলবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মান্না এসব কথা বলেন। এই সমাবেশটি নতুন করে ভ্যাট আরোপের প্রতিবাদে অনুষ্ঠিত হয়।

ড. ইউনূসের প্রতি শ্রদ্ধা জানিয়ে মান্না বলেন,
"আমরা জানি, ৫০ বছরের বৈষম্য একদিনে দূর করা সম্ভব নয়। কিন্তু কোনও বৈষম্য কি কমেছে? দেশের মানুষ জানতে চায়। আপনি কি কোনও উদ্যোগ নিয়েছেন, যা বৈষম্যহীন সমাজ গড়ার দিকে এগিয়ে যায়?"
তিনি আরও বলেন,
"টিসিবির পণ্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত মানুষকে আরও কষ্টে ফেলছে। এটি অবিলম্বে চালু করতে হবে।

মান্না সরকারের সমালোচনা করে বলেন,
"পাঁচ মাসে সরকার কোনও সাফল্য দেখাতে পারেনি। অর্থনীতি নিয়ে যিনি কাজ করছেন, তিনি কোনও উন্নতি আনতে পারেননি। দ্রব্যমূল্যের দাম কমানোর কোনও কার্যকর পদক্ষেপ সরকার নেয়নি।"
তিনি আরও বলেন,
"দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালোর দিকে যাচ্ছে না। সরকার কেন এই সমস্যাগুলোর সমাধান করতে পারছে না, তা জনগণকে জানাতে হবে।"

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন:

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম

বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব

জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান

সমাবেশে বক্তারা সরকারের অর্থনৈতিক নীতি, বৈষম্য, এবং দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জনগণের কষ্ট লাঘবে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

দ্রব্যমূল্য, বৈষম্য এবং টিসিবির পণ্য সরবরাহ বন্ধ নিয়ে মাহমুদুর রহমান মান্নার বক্তব্য জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তার দাবিগুলো সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

জাগতিক /এসআই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিপাইনের রাষ্ট্রদূত
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় নতুন দৃষ্টিভঙ্গি, সম্মিলিত শক্তিতে কার্যকর সরকার
শেখ হাসিনার শাসন ছিলো দস্যু পরিবার, বলে মন্তব্য ড. মুহাম্মদ ইউনূসের
12