ইসরায়েলি সেনারা পিছু হটছে, উত্তর গাজায় ফিরছে বাস্তুচ্যুত মানুষ

ছবি: সংগৃহীত
ইসরায়েলি সেনারা গাজা চুক্তিতে নির্ধারিত সীমানা অনুযায়ী সৈন্য প্রত্যাহার শুরু করেছে। এতে করে দক্ষিণ গাজা থেকে বাস্তুচ্যুত বহু পরিবার উত্তরাঞ্চলের দিকে ফিরে যেতে শুরু করেছে—মাঠপর্যায়ের হতে এমন তথ্য জানা গেছে।
এর আগে ইসরায়েল সরকার যুদ্ধবিরতির “প্রথম ধাপ” অনুমোদন করেছে। এই চুক্তির আওতায় বন্দি বিনিময় এবং গাজার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
তবে এই সমঝোতা দীর্ঘমেয়াদি শান্তির পথে কতটা কার্যকর হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
মন্তব্য করুন