গাজা যুদ্ধ সমাপ্তির নিশ্চয়তা পেল হামাস, যুদ্ধবিরতিতে ইসরায়েলের অনুমোদন

ইসরায়েল সরকার যুদ্ধবিরতি চুক্তির ‘প্রথম ধাপ’ অনুমোদন করেছে। এর আওতায় বন্দি বিনিময় হবে এবং গাজার কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। তবে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনায় এটি কীভাবে কাজ করবে, তা এখনও স্পষ্ট নয়।
হামাসের প্রধান আলোচক খালিল আল-হাইয়া বলেছেন, যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারীদের কাছ থেকে তারা নিশ্চয়তা পেয়েছেন যে যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি কার্যকর হলে গাজা যুদ্ধ “সম্পূর্ণভাবে শেষ হবে।”
শুক্রবার ভোরে ইসরায়েল সরকারের অনুমোদনের পর পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার পথ খুলে যায়। এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে গাজায় লড়াই থামতে পারে। হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলি বন্দিদের মুক্তি দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছে।
ভোটে ইসরায়েলের ডানপন্থী কয়েকটি দল চুক্তির বিরোধিতা করেছে। জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির আগেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছিলেন, তিনি এমন কোনো সরকারের অংশ হবেন না “যে সরকার হামাসের শাসন বজায় রাখতে দেবে।”
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গাজা অভিযানে অন্তত ৬৭,১৯৪ জন নিহত এবং ১,৬৯,৮৯০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়।
মন্তব্য করুন