logo
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

গাজা ফ্লোটিলার কর্মীদের অভিযোগ

ইসরায়েলি আটক কেন্দ্রে ‘বানরের মতো আচরণ’

অনলাইন ডেস্ক
  ০৬ অক্টোবর ২০২৫, ০৯:০০
সংগ্রহীত

গাজায় মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা ফ্লোটিলায় অংশ নেওয়া আন্তর্জাতিক কর্মীরা ইসরায়েলে আটক থাকার সময় ‘অমানবিক আচরণের’ শিকার হওয়ার অভিযোগ করেছেন। আটক কর্মীদের সঙ্গে ‘বানরের মতো’ ব্যবহার করা হয়েছে বলেও তারা জানিয়েছেন।

ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পর দেশে ফেরত পাঠানো এসব কর্মী নতুন করে তাঁদের প্রতি দুর্ব্যবহারের বর্ণনা দিয়েছেন, যা রোববার ইসরায়েলের ওপর আন্তর্জাতিক মহলের নজর আরও বাড়িয়েছে।

গত বুধবার থেকে শুক্রবারের মধ্যে গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা-এর প্রায় ৪৫০ জন অংশগ্রহণকারীকে ইসরায়েলি বাহিনী আটক করে। নৌ অবরোধ ভেঙে গাজার উদ্দেশে প্রতীকী মানবিক সহায়তা পাঠানোর লক্ষ্যেই তারা এই অভিযানে অংশ নিয়েছিলেন।

রোববার ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে ফিরে আসার পর ইতালীয় কর্মী চেসারে তোফানি সংবাদমাধ্যম আনসাকে বলেন,

“আমাদের সঙ্গে ভয়াবহ আচরণ করা হয়েছে… সেনাবাহিনীর পর যখন পুলিশের কাছে হস্তান্তর করা হয়, তখনও হয়রানি চলেছে।”

অন্যদিকে, ইতালির ইসলামিক কমিউনিটিস ইউনিয়নের সভাপতি ইয়াসিন লাফরাম, যিনি মিলানের মালপেনসা বিমানবন্দরে অন্যান্য কর্মীদের সঙ্গে পৌঁছান, কোরিয়েরে দেলা সেরা পত্রিকাকে বলেন,

“তারা আমাদের প্রতি সহিংস আচরণ করেছে, অস্ত্র তাক করেছে— এটি এমন এক দেশের জন্য একেবারেই অগ্রহণযোগ্য, যে দেশ নিজেকে গণতান্ত্রিক বলে দাবি করে।”

ইতালীয় সাংবাদিক সাভেরিও তম্মাসি, যিনি শনিবার রাতে ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছান, অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, ইসরায়েলি সৈন্যরা আটক কর্মীদের ওষুধ বন্ধ রাখে এবং তাদের সঙ্গে “বানরের মতো” আচরণ করে।

তিনি আরও বলেন,

ইসরায়েলি প্রহরীরা আটক কর্মীদের উপহাস করেছে— যাদের মধ্যে ছিলেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ, দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা, এবং কয়েকজন ইউরোপীয় সংসদ সদস্য— কেবল অবমাননা ও উপহাস করার জন্য, এমন পরিস্থিতিতে যেখানে হাসার কিছুই ছিল না।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12