logo
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

ডিজিটাল মার্কেটস অ্যাক্ট লঙ্ঘন

ইউরোপে বড় শাস্তির মুখে গুগল

অনলাইন ডেস্ক
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৯
ছবি: সংগৃহীত

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল ইউরোপে কঠোর শাস্তির সম্মুখীন হতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) অ্যান্টিট্রাস্ট রেগুলেটর গুগলের বিরুদ্ধে ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) লঙ্ঘনের অভিযোগ এনেছে। অভিযোগ প্রমাণিত হলে গুগলকে তাদের মোট বার্ষিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।

গুগলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা নিজেদের সার্চ ইঞ্জিনে গুগল ফ্লাইটস, গুগল হোটেলস এবং গুগল শপিংয়ের মতো সেবাগুলোকে অন্যায্যভাবে বেশি প্রাধান্য দিচ্ছে। এর ফলে একই ধরনের সেবা প্রদানকারী অন্যান্য প্রতিষ্ঠান প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। ইউরোপিয়ান কমিশন এখন তদন্ত করে দেখছে, গুগল আসলেই প্রতিদ্বন্দ্বীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে কিনা।

গুগল এই অভিযোগগুলোর বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তারা ইউরোপিয়ান কমিশনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সমাধান বের করতে কাজ করছে। তবে, প্রতিদ্বন্দ্বীদের চাপে গুগল যদি সার্চ রেজাল্ট ফরম্যাটে পরিবর্তন আনে, তাহলে অনেক গুরুত্বপূর্ণ ফিচার সরিয়ে নিতে হতে পারে বলে গুগলের ইউরোপ, মিডল ইস্ট ও আফ্রিকা (ইএমইএ) অঞ্চলের প্রতিযোগিতা বিষয়ক পরিচালক অলিভার বেথেল মন্তব্য করেছেন।

ইউরোপের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) অনুযায়ী, কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান নিজেদের প্ল্যাটফর্মে নিজেদের পণ্য ও সেবার প্রতি পক্ষপাতমূলক আচরণ করতে পারবে না। সার্চ ইঞ্জিন একটি পাবলিক প্ল্যাটফর্ম, যেখানে সকল প্রতিষ্ঠানের সমান সুযোগ থাকা উচিত। গুগল যদি অ্যালগরিদম পরিবর্তন করে নিজের সেবাকে বাড়তি সুবিধা দেয়, তাহলে এটি অন্য প্রতিষ্ঠানগুলোর জন্য প্রতিযোগিতার বাধা সৃষ্টি করবে।

সার্চ ইঞ্জিনে পক্ষপাতমূলক আচরণ ছাড়াও গুগলের বিরুদ্ধে আরও কয়েকটি বিষয়ে তদন্ত চলছে। এর মধ্যে অন্যতম হলো গুগলের অ্যাপ স্টোর নীতিমালা। অভিযোগ রয়েছে, গুগল অ্যাপ ডেভেলপারদের তাদের অ্যাপ স্টোরের বাইরে নিজেদের অফার বিনামূল্যে প্রচার করতে দেয় না।

ইউরোপিয়ান কমিশনের তদন্তের ফলাফলের ওপর নির্ভর করছে গুগলের ভবিষ্যৎ। যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে গুগলকে বহু বিলিয়ন ডলারের জরিমানা গুনতে হতে পারে। প্রযুক্তি দুনিয়ায় এই রায়ের প্রভাব ব্যাপক হতে পারে, কারণ এটি ভবিষ্যতে অন্যান্য প্রযুক্তি জায়ান্টদের জন্যও নজির স্থাপন করবে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে
ম্যাথিউস কুনহার শাস্তির মাত্রা বাড়াল,তিন ম্যাচ নিষেধাজ্ঞা ও ৫০ হাজার পাউন্ড জরিমানা
ধর্ষকদের শাস্তির দাবিতে শাবি শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মেজাজ হারিয়ে শাস্তির কবলে মেসি
12