বিতর্কে উত্তাল ফুটবলবিশ্ব
মেজাজ হারিয়ে শাস্তির কবলে মেসি

রেফারি ও প্রতিপক্ষ দলের সহকারী কোচের সঙ্গে অসদাচরণের কারণে শাস্তির মুখে পড়েছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারের (MLS) নতুন মৌসুমের প্রথম ম্যাচেই এমন আচরণের কারণে সমালোচনার ঝড় উঠেছে ফুটবল মহলে।
গত রবিবার নিউইয়র্ক সিটি এফসি ও ইন্টার মায়ামির মধ্যকার ম্যাচে উত্তেজিত হয়ে রেফারিকে তর্কে জড়ান মেসি। ম্যাচ চলাকালীনই একাধিক বিতর্কিত সিদ্ধান্তে ক্ষুব্ধ হন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে, ম্যাচ শেষে রেফারির দিকে তেড়ে যান এবং উত্তপ্ত বাক্য বিনিময় করেন।
প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মায়ামি। ম্যাচের ১৫ মিনিটে টমাস অ্যালভেজের গোলে এগিয়ে যায় তারা। কিন্তু আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। গোলের কয়েক মিনিট পরেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় অ্যালভেজকে।
২৩ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি, যা প্রতিপক্ষ নিউইয়র্ক সিটির জন্য বাড়তি সুবিধা এনে দেয়। তারা সুযোগ কাজে লাগিয়ে পরপর দুইটি গোল করে লিড নেয়।
তবে শেষ মুহূর্তে মেসির দুর্দান্ত পাস থেকে গোল করে মায়ামি সমতা ফেরায় এবং ২-২ গোলের ড্র নিয়ে ম্যাচ শেষ করে। যদিও ফলাফল সন্তোষজনক হলেও ম্যাচের রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মেসি।
ম্যাচ শেষে রেফারির দিকে এগিয়ে যান মেসি এবং ক্ষুব্ধ স্বরে কথা বলতে থাকেন। উত্তেজিত হয়ে আঙুল তুলে রেফারিকে সতর্ক করেন, যা ফুটবলে অসদাচরণের মধ্যে পড়ে। প্রথমবার হলুদ কার্ড দেখানোর পরও তিনি শান্ত হননি এবং রেফারির সঙ্গে বিতর্ক চালিয়ে যান।
এরপর মাঠ ছাড়ার সময় প্রতিপক্ষ দলের সহকারী কোচের সঙ্গে ধাক্কা লাগিয়ে দেন, যা পুরো বিষয়টিকে আরও বিতর্কিত করে তোলে। এই ঘটনার ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং মেসির আচরণ নিয়ে সমালোচনার ঝড় বইছে।
MLS কর্তৃপক্ষ এবং ইন্টার মায়ামি ক্লাব মেসির এই আচরণে অসন্তোষ প্রকাশ করেছে। ক্লাব কর্তৃপক্ষ তাকে অপ্রকাশিত পরিমাণে জরিমানা করেছে এবং ভবিষ্যতে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।
বিশ্লেষকদের মতে, ফুটবলে আবেগ থাকা স্বাভাবিক, তবে একজন কিংবদন্তি খেলোয়াড়ের এমন আচরণ তরুণ ফুটবলপ্রেমীদের জন্য ভুল বার্তা দিতে পারে। এখন দেখার বিষয়, এই ঘটনার পর মেসি মাঠে এবং মাঠের বাইরে কীভাবে প্রতিক্রিয়া দেখান।
মন্তব্য করুন