logo
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শাটডাউন, চলছেআমরণ অনশন

সোমবার সকাল থেকে শিক্ষার্থীদের এই আন্দোলন অব্যাহত রয়েছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে পোস্ট দিচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

  ১৩ জানুয়ারি ২০২৫, ১৫:২৪

দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তর ও অস্থায়ী আবাসনসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে শিক্ষার্থীরা আমরণ অনশনে রয়েছেন। এরই মধ্যে অন্যান্য শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসহ বিভিন্ন গেটে তালা লাগিয়ে ‘শাটডাউন’ ঘোষণা করেছেন।
সোমবার সকাল থেকে শিক্ষার্থীদের এই আন্দোলন অব্যাহত রয়েছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে পোস্ট দিচ্ছেন।
বিশ্ববিদ্যালয় চত্বরে গিয়ে দেখা যায়, প্রধান ফটক ছাড়াও বিভিন্ন বিভাগের গেটে তালা ঝুলছে। উদ্ভিদবিজ্ঞান, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, সিএসই, পদার্থবিজ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিস, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক (আইআর), ফার্মেসি, গণিত, ভূমি ব্যবস্থাপনা ও আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, এবং বাংলা বিভাগের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে একাত্মতা জানিয়েছেন।
অনশনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানাতেই এমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। এদিকে, কর্মকর্তারা নিজেদের কাজে ফিরতে না পেরে গেটের বাইরে অপেক্ষা করছেন।
এক শিক্ষার্থী বলেন, “আমাদের ভাইয়েরা মরে যাবে আর আমরা চুপচাপ বসে থাকব, তা হতে পারে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো ক্লাস বা পরীক্ষা হবে না।”
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি মানা না হলে তাদের আন্দোলন চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আন্দোলনকারীদের দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা
মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে
আন্দোলনের একপর্যায়ে ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই
সরকার ব্যর্থ, জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি
12