logo
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

আন্দোলনকারীদের দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
  ০৯ জুলাই ২০২৫, ১০:৪৮
সংগ্রহীত


চব্বিশের গণঅভ্যুত্থানের সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে।

বিবিসি বুধবার (৯ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে দেওয়া একটি ফোনালাপে শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেন। ওই সময়কার ওই ফোনালাপের একটি অডিও রেকর্ডিং ফাঁস হয় চলতি বছরের মার্চে, যা বিবিসি ফরেনসিক বিশ্লেষণ করে যাচাই করেছে।

বিবিসির দাবি, জাতিসংঘের তথ্যমতে, ওই অভিযানে অন্তত ১ হাজার ৫০০ মানুষ নিহত হন। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন ছাত্র ও তরুণ আন্দোলনকারী।

ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনার কণ্ঠ শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এছাড়া অলাভজনক সংস্থা ইয়ারশটও এ অডিওর সত্যতা যাচাই করেছে। সংস্থাটি জানিয়েছে, অডিওটি একটি ঘরে স্পিকারে বাজানো কল থেকে রেকর্ড করা হয়েছিল। এতে স্পষ্ট টেলিফোনিক ফ্রিকোয়েন্সি এবং ব্যাকগ্রাউন্ড শব্দ শনাক্ত করা গেছে।

ফরেনসিক এক্সপার্টরা জানিয়েছেন, রেকর্ডিংটিতে কোনো ধরনের এডিটিং, কাটাছাঁট বা কৃত্রিম প্রযুক্তির ব্যবহার পাওয়া যায়নি। এমনকি অডিওতে বিদ্যুৎ সংযোগের ফ্রিকোয়েন্সিও বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে, রেকর্ডিংটি নির্ভরযোগ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, অডিওতে শেখ হাসিনার কণ্ঠস্বর, ছন্দ, শ্বাস এবং শব্দের স্তর বিশ্লেষণ করা হয়েছে। এতে কোনো অসংগতি পাওয়া যায়নি।

ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান এ অডিওকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উল্লেখ করে বলেন, “এই রেকর্ডিংগুলো যথার্থভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য তথ্যপ্রমাণের সঙ্গেও এর মিল রয়েছে।”

তবে আওয়ামী লীগের এক মুখপাত্র বিবিসিকে বলেন, “বিবিসির উল্লেখ করা টেপ রেকর্ডিংটি সত্য কিনা, তা আমরা নিশ্চিত করতে পারছি না।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12