logo
  • শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নারী দিবসে ধর্ষণসহ নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন

অনলাইন ডেস্ক
  ০৮ মার্চ ২০২৫, ১৪:৩৪
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণসহ নারীদের প্রতি সহিংসতা এবং নির্যাতনের ঘটনায় সম্পৃক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেছেন, "সরকার এ ধরনের ঘটনার সঙ্গে সম্পৃক্তদের কোনোভাবেই ছাড় দেবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।"

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি আরও বলেন, "ধর্ম কখনোই নারীদের প্রতি সহিংসতা ও নির্যাতন সমর্থন করে না। কিছু গোষ্ঠী ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে নারীদের হয়রানি করতে চাচ্ছে, কিন্তু তা মোটেও গ্রহণযোগ্য নয়।"

এছাড়া, অনুষ্ঠানে সারা দেশের এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর) বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী নারীদের অবদানের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় এবং তাদেরকে সম্মাননা ও পুরস্কৃত করা হয়। আলোচনা সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এসময় উপদেষ্টা আরও বলেন, নারীদের প্রতি সহানুভূতিশীল মনোভাব ও সমর্থন প্রদানের মাধ্যমে বাংলাদেশ একটি উন্নত, সুশাসিত ও সমঅধিকারভিত্তিক সমাজ গড়তে চায়।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
গাজায় হামলার শিকার ৬৫ শতাংশই নারী-শিশু ও বৃদ্ধ
জামায়াতে ইসলামীতে নারীদের প্রকাশ্যে অংশগ্রহণ
গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় নারী শ্রমিক নিহত
নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে
12