logo
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

এম এ মালেককে রিয়াজুল ইসলাম হত্যার মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর

অনলাইন ডেস্ক
  ০৬ মার্চ ২০২৫, ১৬:২৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র হিসেবে আশুলিয়া থানায় রিয়াজুল ইসলাম হত্যার মামলায় ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. ওমর ফারুক আদালতে এম এ মালেককে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ডের আদেশ দেন। বুধবার রাত ১১টায় তাকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট সকাল ১১টায় আশুলিয়া থানাধীন নবীনগর চন্দ্রা মহাসড়কে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেন রিয়াজুল ইসলাম (৩৮)। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি করলে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে গেলে তিনি মারা যান।

এম এ মালেক ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও আওয়ামী লীগ প্রার্থী বেনজীর আহমদের কাছে পরাজিত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12