logo
  • শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

নিরাপত্তার কারণে ফেরি চলাচল বন্ধ রেখেছিল বিআইডব্লিউটিসি

অনলাইন ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫২
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৮ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল। রাতভর কুয়াশার কারণে নদীতে আটকে পড়া ৬টি ফেরি ও শতাধিক যানবাহন অবশেষে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। নদীতে চ্যানেল ও বিকন বাতি স্পষ্ট দেখা যাচ্ছিল না, ফলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল স্থগিত করে।

বিআইডব্লিউটিসি (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন) জানায়, সন্ধ্যা থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত ১১টার পর কুয়াশার মাত্রা এতটাই বেড়ে যায় যে মার্কিং পয়েন্টও অস্পষ্ট হয়ে পড়ে। ফলে রাত ১২টায় ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়।

এই সময় মাঝনদীতে ৬টি ফেরি আটকে পড়ে, যার ফলে শতাধিক যানবাহন ও তাদের চালক, যাত্রী ও শ্রমিকরা দুর্ভোগে পড়েন। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় প্রায় পাঁচ শতাধিক যানবাহন আটকে পড়ে, যা যাত্রীদের জন্য আরও ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কুয়াশা কমে আসলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। আটকে থাকা যানবাহনগুলো একে একে গন্তব্যের উদ্দেশে রওনা হয়। তবে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘাট কর্তৃপক্ষ দ্রুত ফেরি সার্ভিস পরিচালনা করছে।

রাতভর ফেরিতে আটকে পড়া যাত্রীরা প্রচণ্ড শীত ও খাবারের সংকটে পড়েন। অনেকেই ফেরিতে বসে রাত কাটান, আবার অনেকে যানবাহনের ভেতরেই অপেক্ষা করেন। বাসচালক ও পণ্যবাহী ট্রাকের চালকরাও চরম দুর্ভোগের শিকার হন।

একজন ট্রাকচালক বলেন, “আমরা রাত ১১টার দিকেই ফেরিতে উঠেছি, কিন্তু কুয়াশার কারণে মাঝনদীতেই আটকে ছিলাম। প্রচণ্ড ঠাণ্ডা, খাবারেরও সমস্যা হয়েছে।”

অন্যদিকে, যাত্রীরা জানান, রাতভর কুয়াশার কারণে তাদের গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ বিলম্ব হয়েছে। অনেকেই কর্মস্থলে যেতে পারেননি, শিক্ষার্থীদের পরীক্ষায় দেরি হয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক বলেন, “নিরাপত্তার কথা চিন্তা করেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কমে যাওয়ার সঙ্গে সঙ্গেই ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। আটকে পড়া যানবাহন দ্রুত পারাপারের জন্য অতিরিক্ত ফেরি চালু করা হয়েছে।”

সকাল ১০টা পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঘাট এলাকায় যানবাহনের চাপ থাকায় ধীরে ধীরে পারাপার করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যানজট কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেরি চলাচল বিঘ্নিত হলে যাত্রীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে বিআইডব্লিউটিসি।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা পররাষ্ট্র দফতরের শতাধিক অফিস বন্ধ করছে মার্কিন যুক্তরাষ্ট্র
২৫ লাখ মানুষের দাবি হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ নয়
শুভসংঘের সহায়তায় দৃষ্টিপ্রতিবন্ধী সানজিদা আক্তার রুবিনা এবারের এসএসসি পরীক্ষায় অংশ
গাজা উপত্যকায় পানি সরবরাহ বন্ধ
12