ছয় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরি চলাচল পুনরায় শুরু করে।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে পদ্মা নদীতে ঘন কুয়াশা দেখা দিলে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ঘন কুয়াশার কারণে নদীতে ফেরির মার্কিং বাতি দেখা যাচ্ছিল না, যা যাত্রী নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। ফলে দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এ সময় ব্যক্তিগত ও যাত্রীবাহী যানবাহনগুলো অগ্রাধিকারের ভিত্তিতে পারাপার করা হয়। এতে দীর্ঘক্ষণ অপেক্ষারত যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে।
বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, "পদ্মায় ঘন কুয়াশার কারণে ফেরিগুলোর মার্কিং বাতি স্পষ্ট দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে সকাল সাড়ে ৯টা থেকে কুয়াশা কমে যাওয়ায় ফেরি চলাচল আবার শুরু হয়েছে।"
ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা দীর্ঘ সময় অপেক্ষায় ছিলেন। তবে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর দ্রুত পারাপার শুরু হওয়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দেশের অন্যতম ব্যস্ত নৌপথ। এ নৌরুটে ফেরি চলাচলে সাময়িক বিঘ্ন ঘটলে যাত্রী ও পণ্য পরিবহনে বড় ধরনের সমস্যা দেখা দেয়। তাই ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ রাখার মতো সিদ্ধান্ত নেয়ার সময় সতর্কতাকে অগ্রাধিকার দেয় বিআইডব্লিউটিসি।
জাগতিক/এস
মন্তব্য করুন