logo
  • শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

মেট্রোরেল কর্মবিরতি প্রত্যাহার, কর্তৃপক্ষের আশ্বাসে কার্যক্রম স্বাভাবিক

অনলাইন ডেস্ক
  ১৭ মার্চ ২০২৫, ১০:৫৪
ছবি: সংগৃহীত

এমআরটি পুলিশ সদস্যদের হাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর চারজন কর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনার পর সোমবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে মেট্রোরেলের কর্মীরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি তুলে নেওয়ার পর মেট্রোরেলের চলাচল স্বাভাবিক হয় এবং টিকিট ব্যবস্থা পুনরায় চালু হয়। তবে, কর্মবিরতি চলাকালীন সময়টাতে মেট্রোরেল চলাচলে নানা জটিলতা সৃষ্টি হয়, বিশেষ করে যাত্রীদের ভাড়া আদায়ের ব্যবস্থা কিছু জায়গায় অকার্যকর হয়ে পড়েছিল। টিকিট কাউন্টারগুলোও বন্ধ ছিল, ফলে কেবল এমআরটি ও র‍্যাপিড পাসধারীরা যাতায়াত করতে পারছিলেন।

এর আগে, রবিবার দিবাগত রাতে ডিএমটিসিএল কর্মীরা একটি বিজ্ঞপ্তি দিয়ে কর্মবিরতির ঘোষণা দেন। জানানো হয়, ১৬ মার্চ বিকাল সোয়া ৫টায় এমআরটি পুলিশ সদস্যরা চারজন কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় ডিএমটিসিএল কর্মীরা নিরাপত্তা এবং বিচার দাবি করে কর্মবিরতি শুরু করেন।

ডিএমটিসিএল কর্মীদের ৬ দফা দাবি:

১. ঘটনার মূল হোতা পুলিশ সদস্য এসআই মাসুদকে স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে এবং জড়িত সকল পুলিশ সদস্যকে শাস্তি দিতে হবে। ২. মেট্রোরেল, মেট্রো স্টাফ ও যাত্রীদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী গঠন করতে হবে। ৩. এমআরটি পুলিশ বাতিল করতে হবে। ৪. স্টেশনে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৫. অফিসিয়াল পরিচয়পত্র ছাড়া কোনো ব্যক্তি যেন পেইড জোনে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। ৬. আহত কর্মীর চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে।

এছাড়া, ঘটনার পর আহত কর্মীদের চিকিৎসা প্রদান এবং পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ডিএমটিসিএলের ৪ কর্মী লাঞ্ছিত, এমআরটি পুলিশের দুই সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন
ঢাকা মেট্রোরেলে হামলার ঘটনায় কর্মবিরতি, বিচার দাবি
আমলাতন্ত্রের বাইরে থেকে মেট্রোরেলের নতুন এমডি নিয়োগ
২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধের হুমকি স্থায়ী কর্মীদের
12