logo
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে আনার আপিল শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক

  ১৪ জানুয়ারি ২০২৫, ১১:৫১
গত ২২ অক্টোবর আপিল বিভাগ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে আনার খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার অনুমতি দেয়। এরপর আপিল বিভাগে নতুন আপিলকারী স্থলাভিষিক্ত করে শুনানি চালানোর সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে আনার জন্য করা আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ৩ ডিসেম্বর হাইকোর্টের দেওয়া নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে জামায়াতের করা আপিলের শুনানি শুরু হয়। প্রথম দিনের শুনানি শেষে আদালত ১০ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন। ওই শুনানির ধারাবাহিকতায় আজ আবার এই আপিলের শুনানি হবে। আদালতে জামায়াতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

প্রথম দিনের শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, যারা রিট করেছিলেন, তারা জনস্বার্থে করার দাবি করলেও মূলত এটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। তিনি যুক্তি দেন, রিটকারীদের এমন রিট করার অধিকার ছিল না, কারণ এটি নির্বাচন কমিশনের এখতিয়ারে থাকা একটি বিষয় ছিল।

শুনানিতে আরও বলা হয়, নির্বাচন কমিশন এখনো নিবন্ধন সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করেনি, অথচ এর আগেই রিট করা হয়েছে। এসব যুক্তি আদালতে উপস্থাপন করা হয় এবং আদালত নির্বাচন কমিশন ও অন্যপক্ষকে পরবর্তী শুনানির জন্য প্রস্তুত হয়ে আসতে বলেন।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর আপিল বিভাগ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে আনার খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার অনুমতি দেয়। এরপর আপিল বিভাগে নতুন আপিলকারী স্থলাভিষিক্ত করে শুনানি চালানোর সিদ্ধান্ত হয়।

জামায়াতের নিবন্ধন সংক্রান্ত এই আপিলের শুনানিতে প্রতীকের বিষয়ও আসতে পারে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। তিনি আশা প্রকাশ করেন, আপিল মঞ্জুর হলে নিবন্ধনের পাশাপাশি প্রতীক ব্যবহারের অনুমতিও পাওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ভারত-বাংলাদেশ বাণিজ্যে অশুল্ক বাধায় ২০% খরচ বেড়েছে
বাংলাদেশের বিদেশি ঋণ গ্রহণের সীমা নির্ধারণ করেছে আইএমএফ
আমরা আশা করি বাংলাদেশে কোরআন, সুন্নাহর আইন কায়েম হবে
নতুন বাংলাদেশ দিবস’ বাতিল,
12