logo
  • সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

রুশ বাহিনীর দখলে ইউক্রেনের আরও ৫ হাজার বর্গকিলোমিটার জমি

অনলাইন ডেস্ক
  ০৮ অক্টোবর ২০২৫, ১২:৪৪
সংগ্রহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, চলতি বছরে ইউক্রেনের আরও প্রায় ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার নিজের ৭৩তম জন্মদিনে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই তথ্য দেন।

পুতিন বলেন, “এই অর্জনের ফলে ইউক্রেনের মোট জমির প্রায় ১ শতাংশ এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। বর্তমানে দেশটির মোট প্রায় ২০ শতাংশ ভূখণ্ড আমাদের দখলে।” তিনি দাবি করেন, রুশ সেনারা এখন যুদ্ধক্ষেত্রে ‘সম্পূর্ণ কৌশলগত নিয়ন্ত্রণ’ ধরে রেখেছে এবং ইউক্রেনীয় বাহিনী প্রতিটি ফ্রন্টে পিছু হটছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামনের সারিতে আরও দুটি গ্রাম দখল করা হয়েছে। এখন যুদ্ধক্ষেত্রের দৈর্ঘ্য প্রায় ১ হাজার ২৫০ কিলোমিটার।

তবে ইউক্রেন এ দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “রাশিয়ার সাম্প্রতিক আক্রমণগুলো ব্যর্থ হয়েছে, কারণ তারা কোনো বড় শহর দখল করতে পারেনি।” তিনি আরও দাবি করেন, ইউক্রেনীয় বাহিনী দোনেৎস্কের দোব্রোপিলিয়া এবং সীমান্তবর্তী সুমি অঞ্চলে কিছু এলাকা পুনরুদ্ধার করেছে।

রুশ সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ বৈঠকে জানান, রুশ বাহিনী প্রায় সব দিকেই অগ্রসর হচ্ছে। তিনি বলেন, সবচেয়ে তীব্র লড়াই চলছে দোনেৎস্কের পোক্রোভস্ক ও দিনিপ্রোপেত্রভস্কে। পাশাপাশি সিভেরস্ক, কস্তিয়ানতিনিভকা, জাপোরিঝঝিয়া এবং উত্তর দিকের সুমি ও খারকিভ এলাকাতেও রুশ বাহিনী অগ্রসর হচ্ছে।

পুতিন আবারও পুনর্ব্যক্ত করেন, রাশিয়ার যুদ্ধের মূল লক্ষ্য আগের মতোই—ইউক্রেনকে ‘সামরিকভাবে নিরস্ত্র’ করা এবং দেশটিকে ‘নব্য নাৎসিবাদমুক্ত’ করা। তিনি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের সময়ও এই একই লক্ষ্য ঘোষণা করেছিলেন।

সূত্র: রয়টার্স, বিবিসি ও আল জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12