ব্রিকস সম্মেলনে গর্জে উঠল ইরান, জানাল প্রাণহানির সংখ্যা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ১৭তম ব্রিকস সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি এ নিন্দা জানান। খবর শাফাক নিউজের।
আরাগচি বলেন, “এই হামলা শুধু ইরানের সার্বভৌমত্বকেই লঙ্ঘন করেনি, বরং বৈশ্বিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলেছে।”
তিনি জানান, মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় এ পর্যন্ত ছয় হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়েছেন। ধ্বংস হয়েছে অসংখ্য ঘরবাড়ি, পরমাণু স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো।
ইরানি পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ইরানের বেসামরিক পরমাণু স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি (এনপিটি) সরাসরি লঙ্ঘন করেছে। তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর রেজ্যুলেশনের আওতায় এসব স্থাপনাকে আন্তর্জাতিক সুরক্ষায় রাখা হয়েছিল।
আরাগচি আরও বলেন, “গাজা ও দখলকৃত আরব ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন থেকে দৃষ্টি সরাতেই তেহরানের ওপর এই হামলা চালানো হয়েছে। পশ্চিমা মিত্রদের ছত্রছায়ায় ইসরায়েল দায়মুক্তির সংস্কৃতি বজায় রেখেছে, যা আন্তর্জাতিক জবাবদিহির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।”
তিনি বলেন, “আমার জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় অবিচল ও প্রতিজ্ঞাবদ্ধ ছিল। প্রতিরোধের মাধ্যমেই এই বর্বর হামলা থেমে গেছে।”
ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সেইসঙ্গে ইসরায়েলের কথিত যুদ্ধাপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
বিশ্ব সম্প্রদায় ও বহুপাক্ষিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে আরাগচি বলেন, “আন্তর্জাতিক আইন রক্ষা এবং দায়মুক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ব্রিকস সদস্যদের শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আরও সক্রিয় হতে হবে।”
মন্তব্য করুন