logo
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

চালের দাম কেজিতে বেড়েছে ১১ টাকা

নিজস্ব প্রতিবেদক

  ১১ জানুয়ারি ২০২৫, ১৫:২৫
ফাইল ছবি

ঈশ্বরদীর জয়নগর চালের মোকামে গত এক মাসে কেজি প্রতি চালের দাম ১০ থেকে ১১ টাকা বেড়েছে। বাসমতি চালের ৪০ কেজির বস্তা এখন বিক্রি হচ্ছে ২১০০ টাকায়, অর্থাৎ প্রতি কেজির দাম দাঁড়িয়েছে ৭৮ থেকে ৮০ টাকা। মিনিকেট চালের ৪০ কেজির বস্তার দাম হয়েছে ১৯০০ টাকা, প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭২ থেকে ৭৪ টাকায়।

আমনের ভরা মৌসুমেও চালের এমন মূল্যবৃদ্ধি জনসাধারণের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাবনার ঈশ্বরদী উপজেলা ধান-চাল মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক জুলমত হায়দার জানান, সাম্প্রতিক সময়ে চালের দামে এই বৃদ্ধি জনসাধারণের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

মিল মালিকদের অভিযোগ:
ঈশ্বরদীতে ১৪টি অটো রাইচমিলের মধ্যে মাত্র তিনটি মালিকদের নিজস্ব পরিচালনায় রয়েছে। বাকি মিলগুলো ছোট ব্যবসায়ীরা যৌথভাবে ভাড়া নিয়ে চাল তৈরি করেন। পাবনা জেলা অটো রাইচমিল মালিক সমিতির সভাপতি দুলাল সরদার জানান, ধানের দাম মন প্রতি গড়ে ২০০ টাকা বেড়েছে, যা মিল পরিচালনায় কঠিন পরিস্থিতি তৈরি করেছে।

সরকার নির্ধারিত ৪৭ টাকা কেজি দরে চাল সরবরাহ করার বাধ্যবাধকতা থাকায় অনেক মিল মালিকই লোকসানের মুখে পড়ছেন। অন্যদিকে ভারত থেকে চাল আমদানিতেও জটিলতা তৈরি হওয়ায় বাজারে এর বিরূপ প্রভাব পড়েছে।

বড় কোম্পানির মজুদ ও নিয়ন্ত্রণ:
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, বড় কোম্পানিগুলো, যেমন স্কয়ার, প্রাণ গ্রুপ এবং নাসির গ্রুপ বৈশাখ মাসে বিপুল পরিমাণ ধান কিনে মজুদ করেছে। পরে সুবিধাজনক সময়ে তারা চাল তৈরি করে প্যাকেটজাত করে বাজারে ছাড়ে এবং নিজেরাই দামের নিয়ন্ত্রণ রাখে।

এছাড়া যারা চাল আমদানি করে তাদের জন্য এলসি (লেটার অব ক্রেডিট) পাওয়াও চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এলসি ব্যবস্থাপনায়ও বড় কোম্পানিগুলোর প্রভাব রয়েছে বলে জানা যায়।

জনসাধারণের দুর্ভোগ:
চালের ব্যবসা বড় কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে চলে যাওয়ায় দীর্ঘদিনের ব্যবসায়ীরা এখন অনেকটাই কোণঠাসা। এর ফলে বাজারে চালের দাম বাড়ছে, যা সাধারণ মানুষকে আরও বেশি অর্থ ব্যয় করতে বাধ্য করছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য সাংসারিক ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে।

চালের দাম কমিয়ে বাজার স্থিতিশীল করতে সরকার এবং সংশ্লিষ্ট মহলের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। না হলে জনসাধারণের এই ভোগান্তি আরও দীর্ঘায়িত হবে।

জাগতিক/আফরোজা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
২২ সেপ্টেম্বর এফডিসিতে পরিচালক বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমার শুটিংয়ে অংশ নেন ববি
চাল না কিনলে জাপানে নতুন করে শুল্কের হুমকি যুক্তরাষ্ট্রের
ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ২১ দফায় চালানো হলো পাল্টা অভিযান
“নোবেল দিলেই চুপ থাকবেন?” ট্রাম্পকে কটাক্ষ করে ভারতীয় পরিচালকের ব্যঙ্গাত্মক মন্তব্য
12