ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ২১ দফায় চালানো হলো পাল্টা অভিযান

ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (২৩ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ নিয়ে ‘অপারেশন ট্রু প্রমিস III’-এর আওতায় ইরান ২১ দফায় ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়,
"ইসরায়েলের সামরিক ঘাঁটি ও সামরিক শিল্প স্থাপনাগুলোর বিরুদ্ধে আমাদের কার্যকর এবং ধারাবাহিক ক্ষেপণাস্ত্র অভিযানের ধারা আরও জোরদার হবে।"
ইরানি কর্তৃপক্ষের দাবি, ইসরায়েল কোনো ধরনের উসকানি ছাড়াই ১৩ জুন ইরানে ভয়াবহ হামলা চালায়।
সে হামলায় দেশটির পরমাণু, সামরিক ও আবাসিক এলাকাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রাণ হারান ৪০০-এর বেশি ইরানি নাগরিক, যাদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণুবিজ্ঞানী ও সাধারণ মানুষ।
এই হামলার পরপরই ইরান প্রতিশোধমূলক অভিযান শুরু করে। চলমান উত্তেজনার অংশ হিসেবে সোমবার সকালে আবারও ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে এই টানাপোড়েন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগও বাড়ছে।
মন্তব্য করুন