logo
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

ডাক’-এর মালিক বাংলাদেশের কোনো ব্যাটারের তালিকায় শীর্ষে উঠে এসেছেন সাকিব

অনলাইন ডেস্ক
  ২৪ মে ২০২৫, ১৬:০৫
ছবি: সংগৃহীত

ব্যাট হাতে সময়টা মোটেও ভালো কাটছে না সাকিব আল হাসানের। দীর্ঘ ৬ মাস পর পাকিস্তানে অনুষ্ঠিত পিএসএল খেলতে মাঠে ফিরেছেন সাকিব। কিন্তু এখনো রানের খাতা খুলতে পারেননি তিনি।
এরইমধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নিজের নাম লেখালেন সাকিব। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে শূন্য রানে আউট হওয়ার দিক থেকে এখন তিনি বাংলাদেশের শীর্ষ ব্যাটার।

শুক্রবার রাতে পিএসএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোর কালান্দার্সের হয়ে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হন সাকিব। ব্যাট হাতে নামেন আট নম্বরে। কিন্তু ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি-মাত্র ২ বল খেলে শূন্য রানে ফিরতে হয় এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।

এটা ছিল টি-টোয়েন্টি ক্যারিয়ারে সাকিবের ৩২তম ‘ডাক’। এতেই তিনি পেছনে ফেলেছেন সৌম্য সরকারকে, যিনি ৩১ বার শূন্য রানে আউট হয়েছেন। ফলে এখন সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে সবচেয়ে বেশি ‘ডাক’-এর মালিক বাংলাদেশের কোনো ব্যাটারের তালিকায় শীর্ষে উঠে এসেছেন সাকিব।

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪১০ ইনিংসে ব্যাট করে ৩২ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। সৌম্য সরকারের সংখ্যা ২৩২ ইনিংসে ৩১ বার।

আন্তর্জাতিক পরিসরে অবশ্য এই ‘ডাক’-এর দৌড়ে সাকিব এখনও অনেক পিছিয়ে। সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারাইন-৪৮ বার। এরপর আছেন আফগানিস্তানের রাশিদ খান (৪৫ বার) এবং ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস (৪৪ বার)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12