logo
  • বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপে তৃতীয় দল হিসেবে খেলা নিশ্চিত করলো ইরান

অনলাইন ডেস্ক
  ২৬ মার্চ ২০২৫, ১১:২৯
সংগ্রহীত

২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ইরান, তারা এশিয়ান অঞ্চল থেকে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করলো। মঙ্গলবার তেহরানে উজবেকিস্তানের বিপক্ষে ২-২ গোলের ড্র করে ইরান।

বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার দ্বারপ্রান্তে থাকা উজবেকিস্তান এই ম্যাচে ইরানকে হারাতে পারলে তাদের জন্যও বিশ্বকাপ নিশ্চিত হয়ে যেত। তবে দুইবার পিছিয়ে পড়েও মেহেদী তারেমির জোড়া গোলে হার এড়ায় ইরান।

৮ ম্যাচে ৬ জয় ও ২ ড্র নিয়ে ইরান ২০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে। উজবেকিস্তান ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

এখন ইরান সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে গেলেও উজবেকিস্তান এখনও সুযোগ হারায়নি। তাদের কাছে আরও দুটি ম্যাচ বাকি, যেখানে দুটি ড্র কিংবা একটি জয় তাদের প্রথম বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে পারে।

২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা, এবং মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে। এশিয়ান অঞ্চলের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে বর্তমানে ১৮টি দল লড়াই করছে। প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল সরাসরি বিশ্বকাপে খেলবে, এবং তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারীরা চতুর্থ রাউন্ডে খেলবে, যেখানে আরও দুটি দল বিশ্বকাপে জায়গা পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12