চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সুবিধা, শামি স্বীকার করলেও রোহিত ও গম্ভীর অস্বীকার করেছেন

রাজনৈতিক কারণে ভারত পাকিস্তানে যেতে না পারায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি একটি হাইব্রিড মডেলে হচ্ছে, যেখানে ভারত সুবিধা পাচ্ছে। ভারতের সব ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে, অন্য দেশগুলোর ম্যাচগুলো শহর এবং দেশ পরিবর্তনের কারণে কিছু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এই নিয়ে রোহিত শর্মার দল সমালোচনার মুখে রয়েছে।
ভারতের পেসার মোহাম্মদ শামি স্বীকার করেছেন যে, একই শহরে খেলা তাদের জন্য বাড়তি সুবিধা দিচ্ছে। অস্ট্রেলিয়াকে প্রথম সেমিফাইনালে হারানোর পর তিনি বলেছেন, “এটি আমাদের সাহায্য করছে কারণ আমরা স্থানীয় পরিবেশ ও পিচের আচরণের সঙ্গে পরিচিত।”
এদিকে, অধিনায়ক রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীর এই সুবিধাকে অস্বীকার করেছেন। রোহিত মন্তব্য করেন, “এটা আমাদের ঘরের মাঠ নয়, দুবাই। আমরা এখানে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি, তাই এটি আমাদের জন্যও নতুন।”
আগামী ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে।
মন্তব্য করুন