logo
  • রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

টানা চার জয়ের পর হোঁচট খেলো মায়ামি, ইনজুরি টাইমে সমতা

অনলাইন ডেস্ক
  ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২০
ছবি: সংগৃহীত

প্রাক-মৌসুম প্রস্তুতির শেষ ম্যাচে হোঁচট খেলো লিওনেল মেসির ইন্টার মায়ামি। টানা চার ম্যাচ জয় লাভের পর তারা গোলশূন্য সমতায় শেষ করল অরল্যান্ডো সিটির বিরুদ্ধে। এই ম্যাচটি ছিল ফ্লোরিডার রেমন জেমস স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ, যেখানে ফল ২-২ গোলে সমাপ্ত হয়।

প্রথমার্ধে মার্টিন ওদেজার গোলে এগিয়ে যায় অরল্যান্ডো সিটি, তবে ২২ মিনিটে তাদেও অ্যালেন্ডে মেসির দলকে সমতায় ফেরান। কিন্তু দ্বিতীয়ার্ধে, ৫৪ মিনিটে রামিরো এনরিকে অরল্যান্ডো সিটির জন্য দ্বিতীয় গোল করে মায়ামিকে আবার পিছিয়ে দেয়। তখন মনে হচ্ছিল, মেসি ও তার সতীর্থদের জন্য ম্যাচটি হার হয়ে যাবে।

তবে ইনজুরি টাইমে ফাফা পিকোল্ট নাটকীয়ভাবে গোল করে মায়ামিকে হার থেকে রক্ষা করেন। তার শেষ মুহূর্তের গোলের ফলে মেসির দল ম্যাচটি ২-২ ড্র'তে শেষ করে।

ম্যাচের পর মায়ামি প্রশিক্ষক এবং খেলোয়াড়রা জানায় যে, তাদের দলের কিছু খেলোয়াড় বিশেষ করে মেসি, সুয়ারেজ ও সার্জিও বুসকেটস প্রাক-মৌসুমে খুব ভালো ফর্মে থাকলেও এই ম্যাচে একটু খাপছাড়া ছিলেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মায়ামি শেষ পর্যন্ত পরাজিত হয়নি এবং নতুন মৌসুম শুরু করার আগে একটি সমতা অর্জন করেছে।

১৮ ফেব্রুয়ারি, মেসি ব্রিগেড তাদের নতুন মৌসুমের প্রথম ম্যাচ শুরু করবে, যেখানে তারা নিজেদের কৌশল আরও উন্নত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি
ইন্টার মায়ামি সিএফ-এর ইতিহাসে সবচেয়ে বেশি গোল অবদানের রেকর্ড গড়লেন লিওনেল মেসি
বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরির কারণে ছিটকে গেলেন মেসি
মেজাজ হারিয়ে শাস্তির কবলে মেসি
12