পিলখানা হত্যাকাণ্ড ‘ষড়যন্ত্রের ফল’,

সংগ্রহীত
২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডকে দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের ফল বলে উল্লেখ করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। বুধবার এক সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান জানান, তৎকালীন কিছু রাজনৈতিক নেতার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
তিনি বলেন, সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা এবং গোয়েন্দা সংস্থার ব্যর্থতায় বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড চালায়। বেঁচে যাওয়া পরিবার ও কর্মকর্তাদের জবানবন্দিতে উঠে এসেছে নারকীয় নির্যাতনের চিত্র।
এখন পর্যন্ত ১৫৮ জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং আরও ৫০ জনের সাক্ষ্য গ্রহণ বাকি। ৩৩ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে সময় বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ চেয়েছে।
মন্তব্য করুন