জামায়াত আমির
“ফ্যাসিজম দূর করতে দরকার অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন”

সংগ্রহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ার পর দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ফ্যাসিজমকে পুরোপুরি বিদায় দিতে হলে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।”
আজ মঙ্গলবার বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সর্বসম্মত রায়ের মাধ্যমে জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, “ফ্যাসিস্টরা দেশ থেকে চলে গেলেও ফ্যাসিজম রয়ে গেছে। জুলাই আন্দোলনে যারা জীবন বাজি রেখে লড়েছেন, তাঁদের উদ্দেশ্য ছিল ফ্যাসিজম দূর করা। সেই লড়াই এখনো চলমান।”
তিনি আরও জানান, নিবন্ধন ফিরে পাওয়ার পর জামায়াত সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার অনুযায়ী দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে চায়।
মন্তব্য করুন