জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ৭ কলেজের শিক্ষার্থীরা

রাজধানীর সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রক্রিয়ায় ‘কালক্ষেপণের’ বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। আজ বিকেল ৪টায় ইডেন কলেজের সামনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
সাত কলেজের অর্গানাইজিং উইং থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি এবং পূর্বের অধিভুক্তি বাতিলের প্রেক্ষাপটে সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসনের চূড়ান্ত অনুমোদন নিয়ে সময়ক্ষেপণ করছে কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা বলছেন, অধিভুক্তি থেকে মুক্তির পর তাদের ভর্তি কার্যক্রম থেমে গেছে। শিক্ষার্থীরা সেশনজটের মুখে পড়েছেন। বিশ্ববিদ্যালয় রূপান্তরের ঘোষণার দুই মাসেও অধ্যাদেশ জারি হয়নি। গঠন করা হয়নি অন্তর্বর্তী প্রশাসনও। এ অবস্থায় চলতি মে মাসের মধ্যেই অধ্যাদেশ জারি ও দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠনের দাবিতে শনিবার তারা আন্দোলন কর্মসূচি ঘোষণার কথা বলছেন।
সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি মো. নাইম হাওলাদার বলেন, শনিবার বিকেল ৪টায় ইডেন মহিলা কলেজের এক নম্বর গেইটে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করা হবে। প্রথম দিকে আমরা সফট কর্মসূচি দেব দ্রুত অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করতে। কাজ না হলে পরে কঠোর কর্মসূচি, এমনকি ব্লকেডের ঘোষণাও আসতে পারে।
২০২৪ সালের জুলাই-অগাস্টের গণআন্দোলনে ক্ষমতার পালাবদলের পর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কলেজগুলোকে গত ২৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয়। এরপর গত ১৬ মার্চ কলেজগুলোকে নিয়ে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তরের ঘোষণা আসে।
মন্তব্য করুন