আছিয়ার ধর্ষণ ও হত্যা মামলা ৫ম দিনে চারজনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত

ছবি: সংগৃহীত
দেশব্যাপী আলোচিত মাগুরার তৃতীয় শ্রেণির ছাত্রী আছিয়ার ধর্ষণ ও হত্যা মামলার তিন দিন বিরতির পর আজ রবিবার ৫ম দিনে চারজনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত।
মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান ৫ দিনে মামলার ২৩ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন।
আগামী ৫ মে এ মামলার ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল।
তিনি আরও জানান, মামলার কার্যক্রম দ্রুততার সাথে চলছে। এ মাসের মাঝামাঝি মামলার রায় ঘোষণা হতে পারে।
মন্তব্য করুন