logo
  • সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

মাহফুজ আলম

গণ-অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি ছদ্মযুদ্ধ চালাচ্ছে

অনলাইন ডেস্ক
  ১১ মার্চ ২০২৫, ১২:৩৫
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম মন্তব্য করেছেন যে, গণ-অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি বর্তমানে একটি ছদ্মযুদ্ধ চালাচ্ছে।

সোমবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, সরকার অপরাধীদের গ্রেফতার এবং বিচারের দ্রুত কার্যক্রমে তৎপর। পাশাপাশি, ছাত্র-যুবকদের জন্য চাকরি সৃষ্টি এবং তরুণদের জন্য জাতীয় কর্মসূচি গ্রহণের কথাও উঠে এসেছে।

মাহফুজ আলম বলেন, সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা প্রদর্শন করবে, এবং বিভিন্ন ক্ষেত্রে ইতোমধ্যে সরকারের কার্যক্রম সক্রিয় হয়েছে। তবে, সামরিক-বেসামরিক আমলাতন্ত্র, ব্যবসায়ী শ্রেণি এবং মিডিয়ার মধ্যকার মতান্ধতা ও স্বার্থান্বেষী মহল গণ-অভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে ক্রমশ একত্রিত হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, এই পরিস্থিতিতে সরকার একটি শক্তিশালী দেশি-বিদেশী জোটের বিরুদ্ধে যুদ্ধ করছে, যা জনগণের মধ্যে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার জন্য আহ্বান জানাচ্ছে।

জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12