প্রেস সচিব
ইন্টারনেট ‘শাটডাউন’ চিরতরে বন্ধে স্টারলিংককে বাংলাদেশে আনা হচ্ছে

বাংলাদেশে ইন্টারনেট ‘শাটডাউন’ চিরতরে বন্ধ করতে স্টারলিংক সেবা চালু করা হচ্ছে। এই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, স্বৈরাচারী সরকার ১৬ বছরের শাসনকালে বারবার ইন্টারনেট বন্ধ করেছে, যা ফ্রিল্যান্সারদের ক্ষতিগ্রস্ত করেছে। তবে স্টারলিংক সেবা চালু হলে ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে পারবে না।
স্টারলিংক, যা ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক দ্রুতগতির ইন্টারনেট সেবা, তা বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন এক যুগের সূচনা করবে। এর মাধ্যমে বিপিও প্রতিষ্ঠান, কল সেন্টার এবং ফ্রিল্যান্সাররা ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।
স্টারলিংক সেবা নিয়ে আলোচনা করতে ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে আলোচনা করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস, যেখানে তিনি মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
জাগতিক /এস আই
মন্তব্য করুন